Pan Card Fraud: প্যান কার্ড জালিয়াতি থেকে সাবধান! সামান্য ভুলে দিতে হতে পারে বড় মাশুল

Pan Card Fraud: প্যান কার্ড জালিয়াতি থেকে সাবধান!সামান্য ভুলে দিতে হতে পারে বড় মাশুল। ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া হয়ে উঠছে সরকারও। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

ভারতীয় কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প একদিকে যেমন ভারতের মাথা গর্বে উঁচু করে দিয়েছে, অন্যদিকে এই ডিজিটাল ইন্ডিয়াকে কাজে লাগিয়েই চলছে প্রতারণা চক্র। জালিয়াতির হাত থেকে বাদ যায়নি প্যান কার্ডও (Pan Card Fraud)। প্যান কার্ড আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে সরাসরি লিংক করানো থাকে প্যান কার্ড। যার কারণে প্যান কার্ড জালিয়াতির ফলাফল স্বরূপ হতে পারে আর্থিক ক্ষতি।

প্যান কার্ড জালিয়াতির (Pan Card Fraud) হাত থেকে বাঁচতে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। নিজের ব্যক্তিগত তথ্যগুলি কিছুটা গোপন রাখা প্রয়োজন। কোনো অপরিচিত বা সন্দেহজনক ওয়েব সাইটে নিজের ব্যক্তিগত তথ্য যুক্ত করবেন না। নিজের ইমেইল আইডি, পাসওয়ার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর, প্যান নম্বর দেবেন না। এই ধরনের অপরিচিত ওয়েবসাইট থেকে তথ্য চুরি হবার ভয় থাকে।

আরো পড়ুন: উড়ান প্রায় বন্ধ অযোধ্যা বিমান বন্দরে! উদ্বোধন হয়নি আন্তর্জাতিক বিমানেরও

ওয়েবসাইট টি সঠিক কিনা যাচাই করার জন্য একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। যখনই কোন ওয়েবসাইট খুলবেন চেক করে নেবেন সেই ওয়েবসাইটটি এইচটিটিপিএস দিয়ে শুরু হচ্ছে কিনা? এইচটিটিপি দিয়ে শুরু হওয়া ওয়েবসাইটগুলি সুরক্ষিত নয়। নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত পর্যবেক্ষণ করুন। ক্রেডিট স্কোর যাচাই করুন। প্যান কার্ডের সাথে জড়িত প্রতিটা লেনদেন নিয়মিত যাচাই করুন। যাতে কোনো প্রকার প্রতারণার (Pan Card Fraud) শিকার হলে তা তৎক্ষণাৎ চিহ্নিত করা সম্ভব হয়।

প্যান কার্ড জালিয়াতির (Pan Card Fraud) শিকার হলে সরাসরি আয়কর বিভাগের কাছে অভিযোগ জানাবেন। আয়কর বিভাগের অন্তর্গত অফিসিয়াল ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক পোর্টালে যেতে হবে অভিযোগ জানানোর অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর নিয়মানুযায়ী, আবেদন পত্রটি পূরণ করে জমা করুন। একদম সহজে অভিযোগ জানাতে পারবেন তাও আবার অনলাইনেই। সরকারি নিয়মাবলি মেনে চলুন। সতর্কতা অবলম্বন করুন। আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *