Kalyani Expressway: এবার উত্তরবঙ্গ আরও কাছে, কল্যানী এক্সপ্রেসওয়ে নিয়ে বড় খবর

Kalyani Expressway: দীর্ঘদিনের অপেক্ষার অবসান! অবশেষে এলো সুখবর! সময়ের সাথে দেশ থেকে রাজ্য একেরপর এক উন্নতি ঘটে চলেছে। পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠছে। যা বাঁচাচ্ছে সময়ও। এবার যাত্রা পথের সময় বাঁচাতে কল্যানী এক্সপ্রেসওয়ে নিয়ে আশায় দিন গুনছিলেন রাজ্যের সাধারণ মানুষ। এবার এই রাস্তা নিয়েই এলো বড় আপডেট।

কলকাতা বিমানবন্দর এবং AIIMS যাওয়া হতে চলেছে আরও সহজ। জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্য এবং PWD ক্রমে ক্রমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণীর মধ্যে সড়ক তৈরির প্রস্তাবগুলো কথা মতো প্রায় শেষ করে ফেলেছে। মূলত যাত্রীদের সময় বাঁচাতেই এই চার লেনের সড়ক নির্মাণের কথা ভেবেছে রাজ্য সরকার। এর ফলে বেলঘরিয়া ও কল্যাণীর (Kalyani Expressway) মাঝের দুই ঘণ্টার দূরত্বকে কমিয়ে ৪৫ মিনিট করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে উত্তরবঙ্গে পৌঁছানোর সময়েও কিছুটা কাটছাঁট হতে চলেছে বলে ধারণা।

জানা যাচ্ছে বেলঘরিয়া থেকে জাগুলিয়া পর্যন্ত পর্যায়ক্রমে এই সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। মোট ৪৩ কিলোমিটার রাস্তার মধ্যে ৩৯ কিলোমিটারের এই চার লেনের সড়ক নির্মাণের কাজ আগামী বছরের শুরু থেকেই শুরু করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে মন্ত্রী পুলক রায় বুধবার জানান বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) থেকে মুরাগাছা পর্যন্ত প্রথম ৪ কিলোমিটার অংশে রাস্তা নির্মাণের কাজ আইনি ঝামেলায় আটকে রয়েছে। তবে দুই লেনের রাস্তা তৈরির কাজ চলছে। যা আগামী ২০২৫ সালের মে মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন।

আরো পড়ুন: আর এক মাস তারপরই কলকাতার রাস্তা থেকে হারিয়ে যেতে চলেছে হলুদ ট্যাক্সি

কল্যানী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) মুড়াগাছা মোড় থেকে কাম্পা মোড়ের মধ্যেকার ২৯ কিলোমিটার রাস্তার ৪ লেনের রাস্তা নির্মাণের কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। বর্তমানে আলো সংযোগের কাজ চলছে। চলতি মাসের শেষের দিকেই এই দীর্ঘ ২৯ কিলোমিটার রাস্তার প্রকল্পের কাজ শেষ হবে।

অন্যদিকে কাম্পা মোড় থেকে জাগুলিয়ার মধ্যে চূড়ান্ত ৯ কিলোমিটার অঞ্চলে একটি ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার তৈরি হচ্ছে। এই বছরের শেষে এই ফ্লাইওভারের নির্মাণও শেষ হতে চলেছে বলে খবর। বাকি ৩ কিলোমিটার রাস্তাও দ্রুত শেষ করতে চাইছে রাজ্য। এই কাজ সম্পন্ন হলে জুড়ে যাবে উত্তরবঙ্গের সমস্ত জেলার যোগাযোগ। এক কথায় বলতে গেলে কল্যানী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) সম্পূর্ণ বিকাশের পর মানুষের যাত্রা আরও সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *