SIP Plan: অর্থ বিনিয়োগকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো LIC। এই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এমন একটি কোম্পানি যেখানে সাধারণ মানুষের জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্ল্যান। যার কারনে বহু সাধারণ মানুষ এই বীমা কোম্পানির উপর নির্ভরশীল হয়ে রয়েছে। সেই সাধারণ মানুষের কথা ভেবেই এলআইসি নিয়ে এলো এক দুর্দান্ত মিউচুয়াল ফান্ড (SIP Plan)। যেখানে কম দিনে দৈনিক, মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে নিয়োগ করে পাওয়া যাবে ভালো পরিমান রিটার্ন। কি সেই প্ল্যান? সেখানে কত টাকা করেই বা জমা দিতে হবে?
সম্প্রতিক LIC-র মিউচুয়াল ফান্ড নিয়ে এলো এক নতুন SIP প্ল্যান। যেসব সাধারণ মানুষদের আয় কম তাদের জন্যই এই প্ল্যান নিয়ে এসেছে এলআইসি। এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (SIP Plan) দৈনিক ১০০ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ভালো পরিমান সুদ। বীমা কোম্পানি সাধারণ মানুষের কথা ভেবেই এই প্ল্যানের মেয়াদ এবং কিস্তির সংখ্যা কমই রেখেছে।
LIC-র মিউচুয়াল ফান্ডের এই এসআইপি প্ল্যানে দৈনিক, মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে বিনিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে কোম্পানি তরফে দৈনিক ১০০ টাকা বিনিয়োগের কিস্তির সংখ্যা ঘোষণা করেছে ৬০ দিন। অন্যদিকে কেউ যদি মাসিক বিনিয়োগ করে সেক্ষেত্রে মাসিক ২০০ টাকা করে কিস্তি দিতে হবে ৩০ দিন। অথবা কেউ যদি ত্রৈমাসিক ভিত্তিতে বিনিয়োগ করতে চায় সেক্ষেত্রে ৩ মাস ছাড়া ১০০০ টাকা ন্যূনতম ৬টি কিস্তি দিতে হবে।
আরো পড়ুন: ০% সুদে পাঁচ লাখ টাকা লোন পাবেন ফোনপের মাধ্যমে, জানুন আবেদন করার পদ্ধতি
এই সংস্থার এক কর্তা বলেন, কম বয়সী ব্যক্তিদের জন্য এলআইসি-র এই এসআইপি প্ল্যান (SIP Plan) দারুন কার্যকরী। ভালো রিটার্নের সুযোগ রয়েছে এই প্ল্যানে। ফলস্বরূপ অল্প বয়সী ছেলে-মেয়েরা ভালো রিটার্ন পেতে এই প্ল্যানে সহজেই বিনিয়োগ করতে পারেন। মাসের ১ থেকে ২৮ তারিখের মধ্যে যে কোনো দিন এই প্ল্যানে নিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা। যা থেকে পাওয়া যাবে নিশ্চিত রিটার্ন।
প্রসঙ্গত, জীবন বীমা কর্পোরেশন প্রথম থেকেই সাধারণ মধ্যবিত্তদের কথা ভেবে এসেছে। আর তাই সেই সাধারণ মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই তাদের ভালো পরিমাণ সুবিধা দিতে এই প্ল্যান এনেছে এলআইসি। তাই কম মেয়াদে ভালো পরিমাণ রিটার্ন পেয়ে ভালো কিছু করতে চাইলে এখনই বিনিয়োগ করুন LIC-র এই মিউচুয়াল ফান্ডে। নিশ্চিত হবে ভবিষ্যৎ।