Dum Dum Cantonment Metro: দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার কাজ চলছে জোর কদমে। নোয়াপাড়া, যশোহর রোড ভায়া দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত কলকাতা মেট্রো ইয়েলো লাইন চালু করার কাজ চলছে জোর কদমে যা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ বা এপ্রিলের মধ্যেই যাত্রী পরিবহনের কাজ শুরু হতে পারে।
এতদিন ক্যাব, ট্যাক্সি অথবা অন্য কোনো ভাড়ার গাড়ি করে বিমানবন্দর অবধি পৌঁছতে অনেক টাকা বাড়তি খরচ হয়ে যায়। এতে খরচের পাশাপাশি ঝক্কিও পোহাতে হয় যাত্রীদের। তাই এবার যাত্রীদের সুবিধায় তৈরি হতে চলেছে নতুন মেট্রো লাইন। নোয়াপাড়া-যশোহর-দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment Metro) হয়ে তৈরি হলো কলকাতা মেট্রোর ইয়েলো লাইন (Yellow Line)। যা যাত্রীদের সময় এবং খরচ দুটোই বাঁচাতে চলেছে বলে আশাবাদী বিশিষ্ট মহল।
মেট্রোর এই ইয়েলো লাইনে যাত্রী পরিবহনের অনুমোদন দেওয়া হয়। আর সেই মতোই জোর কদমে এগোনো হচ্ছে কাজ। দায়িত্ব পেয়ে কাজ এগোচ্ছে কমিশনার অফ রেলওয়ে সেফটির দপ্তর। এই অংশে যাত্রী পরিবহন শুরু হলে বিমানবন্দর চত্বরে অতিরিক্ত ভাড়া গাড়ির ভিড় কমবে এবং যান জটের সমস্যা অনেকটা কমে আসবে বলছেন বিশেষজ্ঞরা। তবে সংশ্লিষ্ট বিভাগ মনে করছেন এই তিনটি স্টেশনে মেট্রো পরিষেবা দিলে সংস্থায় বিশেষ লাভ হবেনা। বরং এই পরিষেবা দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment Metro) থেকে বারাসাত পর্যন্ত বাড়ানো গেলে আরও যাত্রী সংখ্যা বৃদ্ধি পেত বলে মনে করছেন তাঁরা।
আরো পড়ুন: নেশার দ্রব্য বয়কট করল রাজ্য, আগামী এক বছর বিক্রি হবে না পান মসলা বা গুটখা জাতীয় দ্রব্য
২০২৫ সাল শেষের আগেই কলকাতা মেট্রো সব মিলিয়ে মোট ৯০ কিলোমিটার লাইন তৈরি করতে চাইছে। এমনটাই শোনা গেলো এদিন এই সংস্থার জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির মুখে। বর্তমানে এই দৈর্ঘ্য এখন ৬০ কিলোমিটারে আবদ্ধ রয়েছে। তবে কিছুদিন আগেই ট্রলির মাধ্যমে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট এবং দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment Metro) থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন পরীক্ষা করে দেখা হয়েছে।
আর এই সফল পরীক্ষার জন্যই আশা করা যাচ্ছে যে ২০২৫ অর্থাৎ নতুন বছরের আগমনেই শুরু হতে পারে ইয়েলো লাইন। মেট্রো সংস্থা সূত্রে জানা গিয়েছে নতুন বছরের মার্চ বা এপ্রিল মাস থেকেই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাত্রী পরিবহনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে কলকাতা মেট্রোর। (Dum Dum Cantonment Metro) এই লাইনটি চালু হলে কলকাতা সহ হাওড়া ও হুগলির মানুষদের এয়ারপোর্ট পৌঁছতে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।