নিজেদের কর্মফলের জন্যই আজকে কাজ হারা বিপাশা-করণ, কেন এমন বললেন মিকা সিং?

জনপ্রিয় গায়ক মিকা সিং অবশেষে গুরুতর অভিযোগ আনলেন বিপাশা-করণ এর বিরুদ্ধে। সম্প্রতি তিনি বিপাশা ও করণকে আক্রমণ করেছেন ‘অপেশাদার’, ‘বাহানাবাজ’ বলে। কেন হঠাৎ এমন মন্তব্য করলেন মিকা সিং? তিনি আরো বলেছেন যে, নিজেদের দোষেই আজ বিপাশা ও করণ কাজ পাচ্ছেন না। বাড়িতে বসে দিন কাটাতে হচ্ছে তাদের। বিপাশা এবার মিকার এই মন্তব্যের যোগ্য জবাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ‘বিষাক্ত মানুষ’ ক্যাপশানে একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিপাশা বসু। ঠিক কী লিখেছেন বং গার্ল?

মিকা সিং-এর মন্তব্যের পরেই বিপাশা বসু ইনস্টাগ্রাম স্টোরিতে ডঃ অ্যান ব্রাউনের একটি উক্তি শেয়ার করেছেন লিখেছেন যে, বিষাক্ত মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে, আঙুল তোলে, দোষারোপ করে তবে দায়িত্ব এড়িয়ে যায়। তিনি আরো যুক্ত করেছেন যে, বিষাক্ততা ও নেতিবাচকতা থেকে দূরে থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। ‘দুর্গা দুর্গা’ হাত ভাঁজ করা ইমোজি।

বিপাশা সম্প্রতি একটি পোস্টে মিকা সিংয়ের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। যদিও পোস্টের স্পষ্ট করে তিনি কারোর নাম উল্লেখ করে দেননি তবুও বোঝা যাচ্ছে মিকা সিংকে উদ্দেশ্য করেই তার এই পোস্ট। মিকা সিং একটি সাক্ষাৎকারে বলেছেন যে, এই মুহূর্তে তারা বাড়িতে বসে আছে। ওদের হাতে কাজ নেই। আপনাদের কী মনে হয়? ঈশ্বর আসলে সবকিছু দেখছেন। কাউকে কাঁদিয়ে সুখ পাওয়া যায় না। কেন এত ক্ষোভ বিপাশা- করণ এর ওপর? আসলে কি ঘটেছিল? বিপাশা ও করণের বিয়ের আগে ‘ডেঞ্জারাস’ বলে একটি ছবির প্রযোজক ছিলেন মিকা সিং। ছবিটি মুক্তি পেয়েছিল ২০২০-তে। মিকা বলেন অপরাধমূলক সেই থ্রিলারে তিনি এক্কেবারেই বিপাশা ও করণের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি।

আরও পড়ুন: ছন্দপতন বিজয়-তামান্না জুটির রসায়নে, হঠাৎ কি হল বলিউডের সেরা জুটির জীবনে?

মিকা বলেছেন যে, ব্যক্তিগতভাবে তিনি করণকে খুবই পছন্দ করতেন। তিনি চেয়েছিলেন একটি কম বাজেটের ছবি তৈরি করতে। বাজেট ছিল ৪ কোটি টাকা। প্রাথমিকভাবে তিনি বেছে নিয়েছিলেন অন্য একজন নায়িকাকে। অথচ বিপাশা নিজেই এই ছবিতে কাজ করতে চাইল। একমাত্র সেই কারণেই ছবির বাজেট ৪ কোটি থেকে বের হয়ে গেল ১৪ কোটি। বিপাশার জেদ এবং বায়নার কারণেই এটি হয়েছে। ছবির শ্যুটিং হল লন্ডনে। এই ছবিতে বিপাশা তাঁর পছন্দের টিম নিয়ে কাজ করতে চাইল। বিপাশা-করণ সিনেমাতে দম্পতির ভূমিকায় অভিনয় করেছিল। ওদের একটা চুম্বনদৃশ্যও ছিল। কিন্তু শুটিং চলাকালীন নানারকম বায়না করছিল বিপাশা।

মিকা আরো বলেন যে ছবির বাজেট এতটাই কম ছিল যে, সেই ছবিতে বিক্রম ভাটকেও পরিচালক হিসাবে নিয়োগ করার সামর্থ্য ছিল না। তিনি চেয়েছিলেন, ভূষণ প্যাটেল, যিনি কিনা ছবির গল্পকার, ছবির পরিচালনার কাজ তিনি করুন। কিন্তু বিপাশার বায়নার কারণেই বিক্রম ভাটকে এই ছবির পরিচালক হিসাবে নিতে বাধ্য হন। এতকিছু হওয়ার পরেও মিকা সিং কিন্তু কারোর কোনরকম পারিশ্রমিক বাকি রাখেননি। তবে সবশেষে ছবির ডাবিং-এর সময়তেও গিয়েও নানান জটিলতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। কারোর গলা ব্যাথা, কেউ অসুস্থ, এইসমস্ত নানান সমস্য তৈরি হয়েছিল। বক্স অফিসেও ছবিটি সেভাবে কোন প্রভাব ফেলতে পারেনি। ফলে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছিল প্রযোজক মিকা সিং-কে।

প্রথম ২০১৫ সালে একসঙ্গে একটি সিনেমার কাজ করতে গিয়ে আলাপ হয় করণ সিং গ্রোভার এবং বিপাশা বসুর। সেখান থেকেই তাঁদের প্রেম। তাঁরা ২০১৬ সালে বিয়ে করেন এবং এরপর ২০২২ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। তাদের কন্যা সন্তানের নাম হলো দেবী। তবে গত ৫ বছর হল, বিপাশা বসু অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছে। মিকার দাবি, বিপাশা-করণের অপেশাদারিত্ব হল এর জন্য সবথেকে বড় কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *