BLRO Recruitment 2024: আপনি কি কম্পিউটারে দক্ষ? তবে আজই আবেদন করুন ১৬,০০০ মাইনের এই চাকরিতে

BLRO Recruitment 2024: খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের বিএলআরও (BLRO Recruitment 2024) অফিসে গ্রুপ সি পদে আপাতত চুক্তির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয়। তবে এই পদের মহিলা এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবে।

নিয়োগকারী সংস্থা

West Bengal Land & Land Reforms Department বিএলআরও (BLRO Recruitment 2024) থেকে নিয়োগ করা হবে।

কোন ওয়েবসাইটে আবেদন করা যাবে?

https://uttardinajpur.gov.in/ নামক অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে।

পদের নাম (BLRO Recruitment 2024)

গ্রুপ সি-তে ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিযুক্ত হবে

শূন্যপদ ক’টি?

উল্লিখিত পদে মোট শূন্যপদ রয়েছে ১৬টি। যদিও সবই চুক্তিভিত্তিক হবে এখন।

বেতন

এন্ট্রি অপারেটর পদের জন্য যে কর্মী নিয়োগ করা হবে, সেখানে মাস প্রতি ১৬০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

ডাটা এন্ট্রি পদের জন্য যে কর্মী নিয়োগ করা হবে তাদের
অবশ্য সরকার স্বীকৃত কোন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তার পাশাপাশি অবশ্যই সেই প্রার্থীকে কম্পিউটারে দক্ষ হতে হবে। কম্পিউটারে MS Office এবং ইন্টারনেট সম্পর্কে জানা আবশ্যক।

চূড়ান্ত বয়স

যে সমস্ত প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তাদের নূন্যতম ২১ বছর হতে হবে। আর সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।

আরো পড়ুন: IRCTC-তে সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ, দিতে হবেনা কোনো লিখিত পরীক্ষা

নিয়োগ প্রক্রিয়া

  • যে সমস্ত প্রার্থীরা উল্লেখিত বিএলআরও (BLRO Recruitment 2024) ডাটা এন্ট্রি পদে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে মোট তিনটি পরীক্ষা দিতে হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা। দ্বিতীয়তে হবে কম্পিউটার টেস্ট। এই পরীক্ষা দুটিতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে চূড়ান্ত ইন্টারভিউতে ডাকা হবে।
  • লিখিত পরীক্ষা হবে ৫০ নম্বরের, যেখানে অংকে ১০, ইংরেজিতে ১০, জেনারেল নলেজে ১০ এবং কম্পিউটারে ২০ ধার্য করা হয়েছে। সব প্রশ্ন এমসিকিউ আকারে আসবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কম্পিউটার টেস্টে বসতে পারবে।
  • কম্পিউটার টেস্ট হবে ৪০ নম্বরে। এরপর যারা কম্পিউটার টেস্টে পাস করবে তাদেরকেই ১০ নম্বরের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে যারা পাস করবে তাদেরকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • যারা আবেদন করতে আগ্রহী তাদেরকে সর্বপ্রথম https://uttardinajpur.gov.in/ -এ অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • দ্বিতীয়ত, স্ক্রিনে Apply Now অপশনটি আসবে তাতে ক্লিক করতে হবে।
  • তৃতীয়ত, সেখানেই একটি আবেদনপত্র আসবে, যেটি সঠিকভাবে পূরণ করতে হবে।

পূরণ হয়ে গেলে ‘Submit’ অপশনে ক্লিক করে জমা দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

২২শে অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *