HS Examination 2025: বছর প্রায় শেষ আর সামনেই আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর আগেই কঠিন হলো রাজ্য। পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে নতুন এক পদ্ধতি অবলম্বন করলো রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। অন্যভাবে বলা যায় প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অভিযোগের সমাধান করতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পথেই হাঁটলো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে উপস্থিত থেকে এই নতুন নিয়ের ঘোষণা করেন। তিনি জানান এবার থেকে আর প্রশ্ন পত্রের সিল খোলা হবেনা। প্রশ্ন পত্রের সিল এবার থেকে শুধুমাত্র পরীক্ষার হলে এবং পরীক্ষার্থীদের চোখের সামনেই খোলা হবে।
এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Examination 2025) ক্ষেত্রে নিয়ম ছিল যে সংসদের কার্যালয় থেকে প্রশ্নপত্র প্রথমে যাবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সুপারভাইজারের কক্ষে। এরপর পরীক্ষা শুরুর ৪৫ মিনিট আগে ওইসব প্রশ্নপত্রের সিল খুলতেন সুপারভাইজার। এরপর পুনরায় সিল করে পাঠিয়ে দেওয়া হতো পরীক্ষার ঘরে। সেখানেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং অন্যান্য আধিকারিকরা প্রশ্নপত্রের প্যাকেটের সিল খুলে প্রশ্ন বিতরণ করতেন। কিন্তু এবার আর সুপারভাইজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Examination 2025) প্রশ্নের সিল খুলবেন না। এবার থেকে একে বারে শ্রেণীকক্ষের মধ্যে ছাত্র-ছাত্রীদের সামনেই সিল খোলা হবে প্রশ্নের।
যাতে পরীক্ষা শুরুর আগে কেউ প্রশ্নপত্র ফাঁস না করে দিতে পারে সেই জন্যই এই পদক্ষেপ নিতে চলেছে উচ্চ মাধ্যমিক পর্ষদ (HS Examination 2025)। এই নিয়ম চালু হলে আর কেউই পরীক্ষা শুরু করার আগেই প্রশ্নপত্রের ঠিকানা খুঁজে পাবেনা ফলে তা ফাঁস হওয়ার সুযোগও থাকবেনা। জানা যাচ্ছে ২০২৫ সাল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে শান্তিপূর্ণ ভাবে হয় সেই বিষয়টি নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রতিটি জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে বৈঠক করছেন পর্ষদের সহ সচিব চিরঞ্জীব।
আরো পড়ুন: ডিএলএড নিয়ে নতুন ঘোষণা শিক্ষা পর্ষদের, বিক্ষোভ শিক্ষকমহলে
এই একই কারণে বৃহস্পতিবার মালদা টাউনেও এসেছিলেন তিনি। এদিন বৈঠকের পর তিনি জানান এবার উচ্চ মাধ্যমিক (HS Examination 2025) পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানোর কাজ শুরু করা হবে। এর মধ্যে দিয়েই প্রবেশ করতে হবে পরীক্ষা কেন্দ্রে। এছাড়াও বারকোড, সিরিয়াল নাম্বার, কিউ আর কোডের মতো অত্যাধুনিক ব্যবস্থাগুলিকেও রাখার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য। বলে রাখা ভালো এর আগেও প্রশ্ন ফাঁস রুখতে নড়েচড়ে বসেছিল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক (HS Examination 2025) শিক্ষা সংসদ। গত বার থেকেই ধীরে ধীরে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ইউনিক সিরিয়াল নাম্বারের ব্যবহার শুরু হয়েছিল।
এই নতুন ব্যবস্থার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হলে অপরাধীকে সহজেই চিনে ফেলা সম্ভব হবে বলে আশাবাদী পর্ষদ। প্রতিটি উচ্চমাধ্যমিক (HS Examination 2025) প্রশ্নপত্রের উপরের ডান দিকে একটি ইউনিক কোড থাকছে যেই নাম্বারটিকে ছাত্র ছাত্রীদের তাদের উত্তর পত্রের উপর যথাস্থানে লিখতে হবে। নম্বর ঠিক লেখা হয়েছে কিনা এই বিষয়টি মিলিয়ে দেখবেন উপস্থিত পরীক্ষকরা। পরবর্তীতে কোনোভাবে প্রশ্নপত্র ফাঁস হলে ওই নম্বর মিলিয়ে ধরা হবে অপরাধীকে।