Madhyamik Examination 2024: আর নয় বিতর্কিত প্রশ্ন পর্ষদের কড়া নির্দেশ বিদ্যালয়গুলিতে

Madhyamik Examination 2024: ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে মাধ্যমিক পরীক্ষার নাম সকলেই জানেন। কিশোর বয়সে প্রথম বোর্ডের পরীক্ষা যেখানে নিজের বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে গিয়ে দিতে হয় পরীক্ষা। সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। তেমনই দিনে দিনে বদলে যাচ্ছে কিছু নিয়ম। এবার ছাত্র-ছাত্রীদের স্বার্থে বড় ঘোষণা মাধ্যমিক শিক্ষা পর্ষদের। বিদ্যালয় গুলিকে সাফ নির্দেশ দিলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বছর প্রায় শেষের দিকে। এদিকে নতুন বছরের শুরুর দিকেই হবে মাধ্যমিক ২০২৪ পরীক্ষা। এরই মধ্যে মাধ্যমিক টেস্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিলো পর্ষদ।

মাধ্যমিকের (Madhyamik Examination 2024) টেস্টে দেওয়া যাবেনা কোনো সংশয়ী প্রশ্ন। অর্থাৎ এমন কোনো প্রশ্ন মাধ্যমিক টেস্টের প্রশ্নপত্রে দেওয়া যাবেনা যাতে রাজ্য বা স্বয়ং মধ্যশিক্ষা পর্ষদকে সমস্যায় পড়তে হয়। বুধবার এই বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দিলো মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশ্ন নিয়ে কোনো সমস্যা দেখা দিলে জবাবদিহি করতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককেই। বলে রাখি ২০২৩ সালে একটি বিদ্যালয় মাধ্যমিক টেস্টে আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন করলে শুরু হয় বিতর্ক। তখন পর্ষদ সরাসরি পাঠ্যক্রমে আজাদ কাশ্মীর নেই বলে বিবৃতি দেন।

পর্ষদের গাইডলাইনস অনুযায়ী আগামী মাসের ২১শে নভেম্বর শুরু হতে চলেছে মাধ্যমিক ২০২৪-এর (Madhyamik Examination 2024) টেস্ট। যা আগামী ৩০শে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। আর এবার প্রশ্ন করতে হবে পাঠ্যবই থেকেই। বাইরে থেকে এজেন্সি দ্বারা কোনো প্রশ্নপত্র তৈরি করা যাবেনা। এছাড়াও টেস্ট সম্পন্ন হলে বিদ্যালয়গুলিকে প্রশ্ন পাঠাতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে। তবে পর্ষদ এত দেরিতে কেনো বিজ্ঞপ্তি দিলো সেটা নিয়েও অভিযোগ উঠতে দেখা গেছে কিছু ক্ষেত্রে।

আরো পড়ুন: ১০০ বছর পর রাজ্যের মৌজা মানচিত্রে আসতে চলেছে বদল

প্রধান শিক্ষকদের একাংশের দাবি পাঠ্যক্রমের বাইরে প্রশ্ন হলে প্রধান শিক্ষক কেনো দায়ী হবেন! তাঁদের মতে প্রশ্ন তৈরি করে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা। আর প্রধান শিক্ষকও সব বিষয়ে পারদর্শী হতে পারেন না তাই কোনো বিষয়ে বিতর্কিত প্রশ্ন হলে প্রধান শিক্ষকের পক্ষেও তো বোঝা অসম্ভব।

অন্যদিকে ট্যাব বিতর্কেও দায়িত্বে অবহেলার জন্যও দায়ী করা হচ্ছে প্রধান শিক্ষকদের। তাই প্রতিক্ষেত্রে প্রধান শিক্ষকদের কাঠগড়ায় তোলার ব্যাপারে ক্ষোভে ফেটে পড়েছেন একদল প্রধান শিক্ষক। তবে এটাও তো ঠিক মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Examination 2024) কোনো বিষয়ে বিতর্কিত প্রশ্ন করা হলে সবসময় প্রধান শিক্ষকদের পক্ষে বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *