Bollywood Actor Govinda: পত্নীকে ছেড়ে এই অভিনেত্রীর সাথে ‘অশ্লীল খেলা’ করেন গোবিন্দা! নিজ মুখেই বললেন সবটা

Bollywood Actor Govinda: হিন্দি চলচ্চিত্র জগতের একজন নামজাদা অভিনেতা হলেন গোবিন্দা। ‘ইলজাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তাঁর। তারপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেন রাজাবাবু। আর এই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করার সময়ই সুনীতা আহুজার সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন গোবিন্দা। পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে প্রথম এক বছর তাদের এই বিবাহ সম্পর্ক গোপন রাখে তাঁরা। বিবাহের পর পরই শুরু হয় গোবিন্দার সেই অশ্লীল খেলা। যা এক সাক্ষাৎকারে অভিনেতার মুখে প্রকাশ পায় সেই ঘটনার কথা। কি সেই অশ্লীল খেলা?

বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে আরও এক জনপ্রিয় তারকা হলেন নিলম। শোনা যায় সুনীতার সাথে বিবাহের পরপরই অভিনেত্রী নিলমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গোবিন্দা (Bollywood Actor Govinda)। এক সাক্ষাৎকারে অভিনেতার মুখে শোনা যায় নিলমের সাথে প্রায়ই তিনি কাজ করতেন। আর সেখান থেকেই তাঁর প্রতি অনুভূতি জেগে ওঠে গোবিন্দার। যার জন্য তিনি তাঁর বিবাহিত স্ত্রী সুনীতাকে ছেড়ে নিলমকে বিয়ে করার কথা ভেবেছিলেন।

শুধু তাই না এর পাশাপাশি ওই সাক্ষাৎকারে গোবিন্দা আরো বলেন যে যেহেতু নিলম এবং তিনি ভিন্ন জগত থেকে সিনেমা জগতে এসেছিলেন তাই নিলমের প্রতি তিনি একটু বেশি সচেতনতা বোধ করতেন। অভিনয় জগতে কাজ করতে করতে তাঁরা একে অপরের বন্ধু হয়ে উঠেছিলেন। মাঝেমধ্যেই তারা একে অপরের সাথে দেখা করতে যেতেন। যতই তিনি নিলমকে দেখতেন ততই তাঁর প্রতি অনুভূতি বৃদ্ধি পেত গোবিন্দার। গোবিন্দার ভাষায় নিলম এমনই একজন আকর্ষণীয় মহিলা যে তাঁকে যেকোনো পুরুষই মন দিতে চাইবে। সেরকমই তিনিও নিলমকে মন দিয়ে ফেলেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে তিনি নিলমের যোগ্য নয়। নিলম বিয়ের বিষয়ে আগ্রহী নয়। তিনি তাঁর ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। শুধু তাই না নিলম যে ধরনের পুরুষকে তাঁর সঙ্গী হিসেবে চাইতেন তাঁর কোনোটাই রাজাবাবুর মধ্যে ছিল না। গোবিন্দা এও বলেন যে নিলম হয়তো বুঝতে পেরেছিল যে তাঁরা দাম্পত্য জীবনে সুখী হবেন না। তাই নিলম এবং গোবিন্দার সম্পর্ক আর বেশি দূর এগোয়নি।

তবে অপরদিকে নিলমের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ায় প্রায়শই স্ত্রী সুনীতার সাথে ঝামেলা অশান্তি হতো গোবিন্দার (Bollywood Actor Govinda)। এমনকি নিলমকে বিয়ে করার জন্য তিনি সুনীতাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন। যা তিনি নিজে মুখেই সেই সাক্ষাৎকারে প্রকাশ করেন। তিনি সুনীতাকে বলেছিলেন সুনীতা যেন তাঁকে ছেড়ে দেয়। কিন্তু সুনীতা তাকে ছাড়েননি। তাঁকে এই সম্পর্ক রাখার জন্য ফোন করে রাজি করান। এই বিষয়ে গোবিন্দা বলেন যে সুনীতা যদি তাঁকে রাজি না করা তো তাহলে হয়তো তিনি নিলমকেই বিয়ে করতেন।

এর পাশাপাশি তিনি এও স্বীকার করেন যে তিনি বিবাহিত হওয়ার পরেও নিলমের সাথে যা করেছেন তা একটি নোংরা খেলা। কারণ তিনি বলেন যে তিনি নিলমের সাথে বহুবার কাজ করলেও তিনি সুনীতার সাথে বিবাহের ব্যাপারে কিছুই বলেননি। তিনি নিলমের সাথে অদ্ভুত আচরণ করেছিলেন। যা গোবিন্দার অশ্লীল খেলা বলে মনে হয়েছে। তিনি সেই আড্ডায় এও বলেছিলেন যে তাঁর নিলমকে বলে দেওয়া উচিত ছিল যে তিনি বিবাহিত। তবে বর্তমানে তিনি সুনীতার সাথেই কাটাচ্ছেন দাম্পত্য জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *