Ration Card Rules: জারি হল রেশন কার্ড সংক্রান্ত সতর্কতা, বেনিয়মে হতে পারে জেলও

Ration Card Rules: জারি হল রেশন কার্ড সংক্রান্ত সতর্কতা, বেনিয়মে হতে পারে জেলও। ভারতীয় হিসেবে যে সমস্ত নদীপত্রগুলি রাখা বাধ্যতামূলক তার মধ্যে অন্যতম হলো রেশন কার্ড। যে কোন মানুষের পরিচয় পত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে এই কার্ডটিকে। তবে যদিও এই কার্ডটি মূলত খাদ্য সংক্রান্ত বিষয়ের জন্যই তৈরি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিশেষ কিছু খাদ্য দ্রব্যের ব্যাপারে সহায়তা করা হয়। সেই সহায়তা পাবার জন্য প্রয়োজন এই রেশন কার্ডের।

রেশন কার্ডের সাহায্যে সরকারি একাধিক প্রকল্প সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে রেশন কার্ড সংক্রান্ত সুযোগ সুবিধা সমাজের সব শ্রেণীর মানুষের জন্য নয় (Ration Card Rules)। মূলত দারিদ্র সীমার নিচে বসবাসকারী অথবা মধ্যবিত্ত পরিবারগুলির জন্যই রেশন কার্ড থেকে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলি বরাদ্দ করা হয়। তাই আপনি যদি যোগ্য প্রার্থী না হয়ে থাকেন তাহলে রেশন কার্ড ফেরত দিয়ে দেওয়াই শ্রেয়। নইলে বেআইনি কাজ করার অপরাধে আপনার জেলও হতে পারে।

কিছুদিন আগেই গোটা বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছিল মহামারীর পরিস্থিতি। এই অবস্থায় দেখা দেয় আর্থিক সংকট। যার ফলাফল হয়ে দেখা দেয় খাদ্য সংকট। সেই সময় সাধারণ মানুষের সুবিধার্থে নতুন প্রকল্প নিয়ে আসে সরকার। যার ফলে আজও প্রায় ৪০ কোটির বেশি মানুষ সুযোগ সুবিধা ভোগ করছে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এই সুযোগ-সুবিধা পাবার যোগ্য নন। অথচ সমস্ত সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। তাদের বাছাই করার উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে নতুন করে রেশন কার্ড যাচাই করা হচ্ছে। যদি কোন ব্যক্তি যোগ্য না হওয়া সত্বেও রেশন কার্ডের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার (Ration Card Rules)। হতে পারে জেলও।

আরও পড়ুন: বিনামূল্যে দুই কাঠা জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, জানুন কিভাবে

চলুন জেনে নেওয়া যাক রেশন কার্ড (Ration Card Rules) ব্যবহারের ক্ষেত্রে কারা যোগ্য? আর কারা অযোগ্য? যদি কোন ব্যক্তি বার্ষিক দু লক্ষ টাকা আয় করেন তবে তিনি রেশন কার্ড ব্যবহারের যোগ্য নন। শহুরে এলাকার ক্ষেত্রে তিন লক্ষ টাকার উর্দ্ধে হলে তিনি অযোগ্য হলে বিবেচিত হবেন। এছাড়া যদি আপনার বাড়িতে কোন প্রকার এয়ারকন্ডিশনার, ফ্রিজ, আধুনিক ইলেকট্রনিক গেজেট ইত্যাদি থেকে থাকে তাহলে আপনিও রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবার যোগ্য নয়। এমনকি আপনার যদি কোন গাড়ি থেকে থাকে তা সে সাধারণ চারচাকা হোক অথবা ট্রাক্টর বা ওই জাতীয় কোন গাড়ি তাহলেও আপনি রেশন কার্ডের সুবিধা পাবার যোগ্য নন।

কোন ব্যক্তির নামে যদি কোন প্রকার আয়কর রিটার্ন দাখিল হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিও রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবেন না। যাদের ন্যূনতম ১০০ গজের বেশি পরিমাণ জমি রয়েছে তারাও রেশন কার্ড ব্যবহারের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং যদি কোন পরিবারের একজনও সদস্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তবে সেই সম্পূর্ণ পরিবারটি রেশন কার্ডের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। যদি আপনারা তেমন কোন ক্যাটাগরিতে পড়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ডটি সমর্পণ করুন। অন্যথায় জরিমানা তো হবেই তার সাথে হতে পারে জেলও (Ration Card Rules)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *