British raid on India: স্বাধীনতার আগে ইংরেজরা কতটা ভারতীয় সম্পদ লুঠ করেছিল, শুনলে চমকে যাবেন

British raid on India: সুদীর্ঘ ২০০ বছর ব্রিটিশদের শাসনে ছিল আমাদের দেশ ভারত। মূলত ভারতীয় মানুষদের সরলতা এবং বিশ্বাসকে কাজে লাগিয়ে ক্রমে ছলনা করে আধিপত্য বিস্তার করে ব্রিটিশরা। এই বিশাল সময়ের মধ্যে ব্রিটিশরা ভারতের প্রচুর সম্পদ লুঠ করেছে। ইতিহাস পড়লে জানা যায় ইংরেজরা ভারতে আসার আগে বিশ্বের ধনী দেশগুলির মধ্যে প্রথম সারিতে ছিল আমাদের দেশ ভারতবর্ষ।

কিন্তু ব্রিটিশ দের ২০০ বছরের শাসনে এবং তার ফল স্বরূপ দেশ ভাগ এবং অন্যান্য আরও অনেক কারণে ভারত বিশ্বের তৃতীয় শ্রেণীর দেশে রূপান্তরিত হয়। ঐতিহাসিকদের মতে ১৭৬৫ সাল থেকে১৯৩৮ সালের মধ্যে ব্রিটিশরা ভারত থেকে লুঠ করেছে (British raid on India) প্রায় ৪৫ ট্রিলিয়ন ডলার! যা ভারতীয় মুদ্রাতে ৮০ হাজার ট্রিলিয়ন ডলার। প্রসঙ্গত এক ট্রিলিয়নের অর্থ ৮৪,৪৩৩,৪৫ কোটি টাকা! অর্থাৎ হিসেব করলে টাকার অঙ্ক যে আকাশ ছোঁবে একথা অগ্রাহ্য করা যায়না। আর এই বিপুল অর্থ ব্রিটিশরা আমাদের দেশ থেকে অনায়াসেই চুরি করে নিয়ে গেছে।

গ্রাফ অনুযায়ী এই লুঠ (British raid on India) অথবা চুরির টাকাটা বর্তমান ব্রিটেনের বার্ষিক জিডিপির চেয়েও ১৫ গুণ বেশি। অর্থাৎ একটা গোটা দেশের মূল্যের চেয়েও ১৫ গুণ বেশি। যদিও ব্রিটেনের মানুষ মনে করে যে ভারতবর্ষ উপনিবেশ হয়ে থাকলেও এতে ব্রিটেনের আলাদা করে কোনো অর্থনৈতিক লাভ হয়নি। তাদের মতে ব্রিটেনের সার্বিক উন্নয়ন যেমন হওয়ার কথা ছিল তেমনই হয়েছে।

আরো পড়ুন: ইসরোর নতুন মাইলফলক পার, মহাকাশে পৌঁছালো জিস্যাট ২০

তবে ইতিহাস বলছে অন্য গল্প। ভারত থেকে লুঠ করা টাকা (British raid on India) এবং সম্পদ নিয়েই ব্রিটেন অন্য দেশের থেকে বেশি উন্নতি পেয়েছে। বলা হয় ব্রিটিশরা ভারত থেকে যা লুঠ করেছে সেই অর্থের শূন্যস্থান পূরণ করতে এখনও লড়ে যাচ্ছে ভারতবর্ষ। লুঠকৃত অর্থের এক চতুর্থাংশ ফেরত পেলেও ভারতের অর্থনীতি সম্পূর্ণ বদলে যেত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল প্রায় ১৯০ বছর ধরে ব্রিটিশরা ভারতীয় সম্পদ এবং মানুষকে লুঠ করে গিয়েছে। জানা যায় পলাশীর যুদ্ধে জিতেই ভারতে নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠা করে ব্রিটিশরা। এরপর ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর এক বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে রানি ভিক্টোরিয়া সরাসরি ভারত শাসনের দায়িত্ব নেয়। এরপর আমাদের মাতৃসম ভারত একাধিক প্রাণের বলিদান দিয়ে বিদ্রোহের মধ্যে দিয়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন হয়। তবে ব্রিটিশদের লুঠের অর্থের (British raid on India) ফাঁকা স্থান পূরন করতে এখনও লড়ে যেতে হচ্ছে ভারতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *