Site icon লোকাল সংবাদ

ভারতে বন্ধ হতে চলেছে বিএসএনএল থ্রি-জি, বদলে কোন পরিষেবা চালু করতে চলেছ

বিএসএনএল থ্রি-জি

প্রতিনিধত্বমুলক

বিএসএনএল ব্যবহারকারীদের জন্য সুখবর। গ্রাহকদের স্বার্থে রাষ্ট্রীয় টেলিকম সার্ভিস প্রোভাইডার বিএসএনএল থ্রি-জি সার্ভিস বন্ধ করতে চলেছে। কোম্পানির এই সিদ্ধান্তে বিএসএনএল ব্যবহারকারীরা উপকৃত হতে চলেছে। শীঘ্রই ভারতে বিএসএনএলের ফোর-জি পরিষেবা চালু হতে চলেছে।

ইতিমধ্যেই বিহারের রাজধানী পাটনা সহ বেশ কয়েকটি জেলায় বিএসএনএল থ্রি-জি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। গ্রাহকদের স্বার্থে কোম্পানিটি তাদের ফোর-জি নেটওয়ার্ক আপডেট করবে। থ্রি-জি পরিষেবা বন্ধ হলে যেসব গ্রাহকরা থ্রি-জি সিম কার্ড ব্যবহার করেন, তারা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে ব্যবহারকারীদের ডাটা পেতে চাইলে তাদের সিম কার্ড পরিবর্তন করতে হবে। বর্তমানে পাবলিক সেক্টর টেলিকম কোম্পানি বিএসএনএল-র চাহিদা বাড়ছে। এর কারণ বেসরকারি সিম কার্ড কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকাংশ বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি বিএসএনএল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে জানিয়েছে, এবার থেকে সারা দেশ জুড়ে ৬৫ হাজারের বেশি বিএসএনএল ফোর-জি মোবাইল টাওয়ার লাইভ করা হবে। এর ফলে ব্যবহারকারীরা শক্তিশালী সিগন্যালের পাশাপাশি দ্রুত ইন্টারনেট স্পিড পরিষেবাও পাবে। এই টাওয়ারগুলি দেশের বিভিন্ন রাজ্য ও অঞ্চলে চালু করা হবে। এর ফলে সারা ভারত জুড়ে উন্নত ও দ্রুত টেলিকম সার্ভিস পেতে চলেছেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন: নিয়োগ নিয়ে খসড়া প্রকাশ ইউজিসির, মানবে কি রাজ্য?

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই ফোর-জি মোবাইল টাওয়ার চালু করার ফলে কভারেজ আরো প্রসারিত হবে। এর দরুন আরও বেশি সংখ্যক মানুষ বিএসএনএল-র সার্ভিস পেতে পারেন। বিএসএনএল ইন্টারনেটও আগের থেকে বেশি ফার্স্ট হতে চলেছে। জিও, এয়ারটেল, ভি-আই তাদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই গ্রাহকেরা বিএসএনএল-র দিকে ঝুঁকছিল। যার কারণে বিএসএনএল থ্রি-জি বন্ধ করে ফোর-জি পরিষেবা চালু করার দিকে জোর দিয়েছে।

এরপর ফোর-জি পরিষেবা চালু করা হলে ব্যবহারকারীদের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছে কোম্পানি। বিএসএনএলে-র উদ্দেশ্য ভারতে ১ লক্ষ ফোর-জি মোবাইল টাওয়ার চালু করার। একদিকে যেমন নতুন ফোর-জি মোবাইল টাওয়ার লাগানোর কাজ শুরু হয়েছে, অন্যদিকে আগের বিএসএনএল থ্রি-জি টাওয়ার গুলিকে আপডেট করার কাজও শুরু হয়ে গিয়েছে। এ বছরের মধ্যেই কমার্শিয়ালি দেশ জুড়ে বিএসএনএল তাদের ফোর-জি সার্ভিস লঞ্চ করতে চলেছে। এছাড়াও বিএসএনএল ও টাটা জোটবদ্ধ ভাবে ফাইভ-জি চালুর প্রস্তুতি নিচ্ছে।

Exit mobile version