BSNL National WiFi Roaming: BSNL নিয়ে এলো ন্যাশনাল ওয়াইফাই রোমিং, দেশের যেকোনো জায়গায় মিলবে হাইস্পিড ইন্টারনেট

BSNL National WiFi Roaming: BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড সম্প্রতি তাদের ফাইবার অর্থাৎ FTTH ব্যবহারকারীদের জন্য ন্যাশনাল ওয়াইফাই রোমিং পরিষেবা চালু করতে চলেছ। এতে করে গ্রাহকরা গোটা দেশ জুড়ে হাই স্পিড ইন্টারনেট উপভোগের সুবিধা পেয়ে যাবেন। এর ফলে সংস্থার ফাইবার ব্যবহারকারীরা ছাড়াও নতুন গ্রাহকরাও এই সংস্থার প্রতি আকৃষ্ট হতে পারবেন।

এছাড়াও সংস্থাটি দ্রুত সারা ভারত জুড়ে 4G নেটওয়ার্ক তৈরির পথে কাজ শুরু করে দিয়েছে। এর সস্তা প্ল্যান এবং দীর্ঘতম মেয়াদের জন্য গত জুলাই ও আগষ্ট মাসে প্রায় ৫৫ লক্ষ গ্রাহক বাড়িয়েছে এই সংস্থা।(BSNL National WiFi Roaming) এবার ব্রডব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে অভিনবত্ব আনতে চলেছে সংস্থাটি। বলে রাখি দেশের এক মাত্র সরকারি টেলিকম সংস্থা হওয়ার জেরে সহজেই মানুষের ভরসার জায়গা হয়ে উঠছে এই বিএস্এনএল।

সংস্থার গ্রাহকরা এই মুহূর্তে BSNL রাউটারের মাধ্যমে ওয়াইফাই ইন্টারনেটের সুবিধা উপভোগ করেন। তবে এবার ন্যাশনাল ওয়াইফাই রোমিং সিস্টেম (BSNL National WiFi Roaming) চালু হলে দেশের যেকোনো প্রান্ত থেকে সংস্থার FTTH ইন্টারনেট কানেকশন উপভোগ করতে পারবেন গ্রাহকরা। তবে এর জন্য থাকতে হবে বৈধ সাবস্ক্রিপশন। সংস্থার তরফে জানানো হয়েছে তাদের এই নতুন পরিষেবা FTTH গ্রাহকদের সব জায়গাতেই হাই স্পিড ইন্টারনেট দেবে। এমনকি কোনো গ্রাম্য অঞ্চল যেখানে BSNL ওয়াইফাই পরিষেবা আছে সেখানেও হাইস্পিড পরিষেবা পাওয়া যাবে।

আরো পড়ুন: আবারো বাঁধা পেলেন ইলন মাস্ক, স্টারলিংকের উপর শর্ত চাপালো কেন্দ্র

ন্যাশনাল ওয়াইফাই রোমিং পরিষেবা (BSNL National WiFi Roaming) দ্বারা নতুন গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে BSNL। কারন BSNL ছাড়া ভারতবর্ষের অন্যকোনো টেলিকম সংস্থা এখনও পর্যন্ত এই পরিষেবা দেয়না। যেহেতু BSNL এখনও পুরোপুরি ভাবে 4G পরিষেবা চালু করতে পারেনি তাই এই ন্যাশনাল রোমিং পরিষেবা চালু করলে গ্রাহকরা উচ্চমানের ইন্টারনেট সুবিধা পেতে পারবেন।

ভাবছেন BSNL এর ন্যাশনাল ওয়াইফাই রোমিং পরিষেবা (BSNL National WiFi Roaming) কিভাবে পাবেন? তাহলে জানুন:

  1. প্রথমে BSNL সংস্থার ওয়াইফাই রোমিং পোর্টালে প্রবেশ করতে হবে
  2. এরপর গ্রাহকদের নিজেদের BSNL FTTH নম্বর দিতে হবে
  3. এরপর BSNL FTTH কানেকশনের সাথে যোগ করা আছে সেই মোবাইল নাম্বারটি লিখতে হবে
  4. এরপর ক্যাপচা এন্টার করতে হবে
  5. এরপর ওটিপি দিয়ে ভেরিফাই করলে এই পরিষেবা পাবেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *