BSNL 5G Service: আগামী বছর থেকেই 5G পরিষেবার পথে হাঁটতে চলেছে বিএসএনএল। এদিন এমনটাই আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জানা যাচ্ছে নতুন বছরের মে বা জুনের মধ্যে এক লাখ টাওয়ার বসানোর পরিকল্পনা করা হয়েছে বিএসএনএল (BSNL 5G Service) সংস্থাটির পক্ষ থেকে। জানা যাচ্ছে এই টাওয়ার বসানোর প্রক্রিয়া শেষ হলেই টাওয়ারগুলিকে 5G-তে কনভার্ট করা হবে। মন্ত্রীর কথায় তাঁরা এই কাজের লক্ষ্যে এগিয়ে চলেছেন। তিনি আশা করেন যে বিএসএনএল (BSNL 5G Service) আবারও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে।
এখানেই শেষ নয় জ্যোতিরাদিত্যি মহাশয় বলেছেন যে ধীরে ধীরে আর্থিক দিকেও বিকশিত হচ্ছে এই টেলিকম সংস্থাটি। দীর্ঘমেয়াদি এবং টেকসই বৃদ্ধির পথে এগিয়ে চলেছে BSNL (BSNL 5G Service)। ভারতের মতো বিশাল জনবসতির দেশে চার পাঁচটি অপারেটর থাকা জরুরি। জিও, এয়ারটেল, ভোডাফোনের মতো অপারেটর গুলি থাকলেও ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে BSNL-ও (BSNL 5G Service)।
এদিন বিএসএনএলের (BSNL 5G Service) উন্নতির সাপেক্ষে একটি পরিসংখ্যানও পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য। এদিন সংবাদমাধ্যমকে তিনি জানান গত ৩ বা ৪ বছরে টেলিকম সংস্থাগুলির আয় বেড়েছে ১২ শতাংশ। সংস্থাটির ব্যয়ও কমেছে ২ শতাংশ। জানা যাচ্ছে ২০২১ সাল থেকে লাভের পরিমাণ সবুজ হয়েছে সংস্থাটির। ২০২১ সালে যেখানে লাভ ছিল ১১০০ কোটি টাকা এবার সেখানে লাভ দ্বিগুণ হয়ে হয়েছে ২৩০০ কোটি টাকা।
আরো পড়ুন: জিওর নিউ ইয়ার ওয়েলকাম প্যাক, থাকছে বিশাল সুযোগ সুবিধা
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন সরকারি মালিকাধীন সি ডট এবং রেডিও একসেস নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছে BSNL (BSNL 5G Service) সংস্থার নিজস্ব 4G কোর। এতে ভূমিকা নিয়েছিল টাটার মালিকাধীন তেজসেরও। এতে সিস্টেম ইন্টিগ্রেটর হিসেবে ছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ইতিমধ্যেই ৬২,০০০ টাওয়ার সক্রিয় করে দেওয়া হয়েছে। ৪জি নেটওয়ার্ক এবং স্ট্যকের হিসেবে ভারত বিশ্বের পঞ্চম দেশ যেখানে নিজস্ব ৪জি পরিষেবার নেটওয়ার্ক রয়েছে। আগামী বছর এক লক্ষ টাওয়ার বসানোর কাজ শেষ হলে ৫জি পরিষেবার পথে হাঁটতে চলেছে সংস্থাটি।
Jio, VI, Airtel-এর মতো সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর ফলে গ্রাহকরা সরকারি এই প্রতিষ্ঠানের দিকে ঘুরছে। এক ধাক্কায় ৫০লক্ষের উপর গ্রাহক বাড়িয়েছে BSNL (BSNL 5G Service) সংস্থাটি। মূলত রিচার্জ প্যাকের দাম বাড়ানোর পর থেকেই গ্রাহকরা নিজেদের পছন্দ বদলাতে শুরু করেছে বলে একটি পরিসংখ্যান পেশ করেছে ভারতের টেলিকম অথরিটি।