Airtel: এয়ারটেলের দারুন দিওয়ালি অফার, চাপের মুখে বিএসএনএল

Airtel: এয়ারটেলের দারুন দিওয়ালি অফার, চাপের মুখে বিএসএনএল। আর মাত্র দুদিন, তারপরেই দিওয়ালি। দুর্গাপূজার সময় থেকেই শুরু হয়ে যায় নানা রকম অফার দেওয়া। সেই সমস্ত অফার চলতে থাকে দিওয়ালি পর্যন্ত। পিছিয়ে থাকে না টেলিকম সংস্থাগুলিও। এই সময় তারাও বেশ কিছু অফার নিয়ে আসে গ্রাহকদের জন্য। ঠিক তেমনই একটি অফার নিয়ে হাজির হয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল। নতুন অফারটি গ্রাহকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং লোভনীয়ও বটে। এক্কেবারে কম খরচে পেয়ে যেতে পারেন অনেক বড় সুযোগ সুবিধা।

কিছুদিন আগেই প্রথমে জিও তারপর এয়ারটেল, ভোডাফোন একে একে সকলেই নিজেদের রিচার্জের প্ল্যানগুলির দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে। যার কারণে গ্রাহকের সংখ্যা কমতে শুরু করেছিল প্রায় প্রতিটি সংস্থা থেকেই। এই সময় বাজার কাঁপাচ্ছিল বিএসএনএল। একমাত্র সরকারি টেলিকম সংস্থা হিসেবে এই সংস্থার রিচার্জের দাম একেবারেই কম। ন্যূনতম খরচে গোটা মাস জুড়ে বৈধতা যুক্ত রিচার্জ প্ল্যানের অফার করে বিএসএনএল। কিন্তু এবার বিএসএনএলকেও চাপে ফেলতে চলেছে এয়ারটেলের (Airtel) নতুন অফারটি।

বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে সারা বছরের বৈধতা যুক্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে প্রায় প্রত্যেকটি টেলিকম সংস্থা। গ্রাহকদের যাতে প্রতি মাসে বা নির্দিষ্ট কিছুদিন পরপর রিচার্জ করতে না হয় সেই কারণেই এই ধরনের প্ল্যানগুলি নিয়ে আসা হয়েছে। কিন্তু বারবার রিচার্জের চিন্তা না থাকলেও একবারে অতটা পরিমাণ অর্থ বিনিয়োগ করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই বেশিরভাগ মানুষই মাসিক বৈধতা যুক্ত প্ল্যানগুলি রিচার্জ করে থাকেন। কিন্তু এবার গ্রাহকদের জন্য দারুন অফার নিয়ে এলো এয়ারটেল (Airtel)। মাত্র ১৯৯৯ টাকায় ৩৬৫ দিনের বৈধতা যুক্ত রিচার্জ প্ল্যান অফার করছে এই সংস্থা।

আরো পড়ুন: মাত্র ১২,৪৯৯ টাকায় বাজারে এলো স্যামসাংয়ের নতুন 5G স্মার্টফোন!

একেবারে পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ নিয়ে হাজির এই সংস্থা। ৩৬৫ দিনের বৈধতা যুক্ত নতুন রিচার্জ প্ল্যান অফার করছে এয়ারটেল (Airtel) তাও আবার মাত্র ১৯৯৯ টাকায়। অর্থাৎ ২ হাজার টাকাও খরচ করতে হবে না এই প্ল্যানের জন্য। রিচার্জ প্ল্যানের দাম কমানো হয়েছে বলে সুযোগ সুবিধায় কোন ঘাটতি রাখা হবে তা কিন্তু নয়। সাধারণ রিচার্জ প্ল্যানগুলোর মত প্রায় সব সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এখানেও। প্রতিদিন ১০০ টা করে এসএমএস সহ সব নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধা থাকবে এই রিচার্জ প্ল্যানটিতে।

এয়ারটেলের (Airtel) নতুন অফারে বারো মাসের বৈধতায় মোট ২৪ জিবি ডেটা অফার করছে সংস্থা। প্রত্যেক মাসে ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বিনোদনের দিকটিও খেয়াল রেখেছে সংস্থা। পাওয়া যাবে এয়ারটেল স্ট্রিম এবং ফ্রি হেলো টিউন অ্যাক্সেস। তার সাথে উপরি পাওনা হিসেবে পেয়ে যাবেন ২৪/৭ অ্যাপেলো সার্কেলের সুবিধা। আপনিও যদি প্রতিমাসে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে আর দেরি না করে এয়ারটেলের এই নতুন অফারটি গ্রহণ করুন। আর পেয়ে যান মাত্র ১৯৯৯ টাকা খরচে এক বছরের বৈধতা যুক্ত একাধিক সুযোগ সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *