SBI Children Fund: সন্তানের ভবিষ্যত গোছাতে ৪ বছরে ৪ গুণ লাভ পেতে পারেন! সুযোগ দিচ্ছে SBI! কিভাবে জানুন!

SBI Children Fund: একেরপর এক ধামাকাদার স্কিম সামনে এনে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের জীবনের মান উন্নত করেছে SBI। আট থেকে আশি সকলের জন্য একাধিক প্ল্যান আর্থিক সময় মিটিয়েছে অনেক ক্ষেত্রে। আজ আমরা আলোচনা করব বাচ্চাদের একটি প্ল্যান (SBI Children Fund) সম্পর্কে যেখানে বাবা মায়েদের সন্তানের ভবিষ্যত নিয়ে আর চিন্তা করতে হবেনা।

স্টেট ব্যাংকের ম্যাগনাম চিলড্রেনস বেনিফিট ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা শুনেছেন নিশ্চই? ২০২০ সালে প্রথম এই স্কীমটি সামনে আনে স্টেট ব্যাংক। সামনে আসার পর থেকে বাচ্চাদের ভবিষ্যতের জন্য একটি ভালো স্কিম হতে চলেছে। এখনও পর্যন্ত অনেক বিনিয়োগকারী তাদের বিনিয়োগের অর্থের চার গুণ রিটার্ন পাওয়া গেছে।

মূলত শিশুদের শিক্ষা, বিবাহ সহ অন্যান্য প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে বিনিয়োগের জন্যই এই স্কিমটি (SBI Children Fund) সামনে আনা হয়। এটি বিশেষ করে শিশুদের জন্য তৈরি হয়েছে। যা একটি হাইব্রিড স্কিম হিসেবেও তৈরি করা হয়েছে।

আরো পড়ুন: অস্বীকার করা যাবে না ১, ৫ অথবা ১০ টাকার কয়েন, সতর্ক করল আরবিআই

এই ফান্ডে বিনিয়োগ করতে হলে এককালীন নূন্যতম ৫০০০ টাকা থেকে বিনিয়োগ করা যায়। এবং SIP এর ক্ষেত্রে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করা যেতে পারে। টাকা জমানো শুরু করার এক বছরের মধ্যেই টাকা তুলতে চাইলে ৩% এক্সিট লোড চার্জ এবং দুই বছর পর ১% এক্সিট লোড চার্জ দিতে হয়। তবে তিন বছর টাকা জমানোর পর টাকা তুললে কোনো রকম চার্জ কাটা হয়না।

এই ফান্ড টি এখনও পর্যন্ত এক বছরে ৪৬.৩৬%, তিন বছরে ২৫.৩৮%, এবং চার বছরে ৪৩.৪৩% রিটার্ন দিয়ে আসছে। অর্থাৎ কেউ যদি এক লক্ষ টাকার বিনিয়োগ করেন এবং পরের চার বছরে এই টাকার পরিমাণ বেড়ে দাঁড়াবে ৪,২৪,০৬০ টাকা। অর্থাৎ প্রায় চার গুণ রিটার্ন। এই বিনিয়োগ (SBI Children Fund) যে শিশুদের ভবিষ্যত পড়াশুনো ও প্রয়োজনে বিশেষ সহায়তা করতে চলেছে তা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। তবে বিনিয়োগের আগে অবশ্যই সমস্ত নথি ভাল করে পড়ে নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *