Train Cancelled: আবারও বাতিল হাওড়ার একগুচ্ছ লোকাল-এক্সপ্রেস, ভোগান্তির আশঙ্কা

Train Cancelled: ভারতবর্ষের যাতায়াত মাধ্যমের বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল রেল মাধ্যম। যাকে অন্যদিকে দেশের যাতায়াতের লাইফ লাইন বলা হয়। মূলত সাশ্রয়ী মূল্য এবং আরামদায়ক ভ্রমণের জন্যই এই মাধ্যম যাত্রীদের কাছে বেশ পছন্দের। ফলেই রেল মাধ্যমে কোন ত্রুটি দেখা দিলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। বিশেষত নিত্য যাত্রীদের। ঘুরপথে পৌঁছাতে হয় গন্তব্যস্থলে। তেমনই আবারো একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করলো রেল কর্তৃপক্ষ। কেন আবারো ট্রেন বাতিল? কতদিন চলবে এই পরিস্থিতি? কোন কোন ট্রেনই বা বাতিল করা হয়েছে? দেখে নিন তালিকা।

কোন ডিভিশনে ট্রেন বাতিল (Train Cancelled)?

রেল সূত্রে খবর, হাওড়ার খড়গপুর ডিভিশনের একগুচ্ছ লোকাল ট্রেন ও এক্সপ্রেস বাতিল (Train Cancel) করা হয়েছে রেল কর্তৃপক্ষ তরফে। শুধু তাই না, এর পাশাপাশি এও জানানো হয়েছে বিশেষ কারণের জন্য বেশ কিছুদিন একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথেরও পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন হাওড়ার বদলে সাঁতরাগাছিতেই থামবে এবং সাঁতরাগাছি থেকেই ছাড়বে।

কি কারনে এই ট্রেন বাতিলের (Train Cancelled) ঘোষণা?

রেল মাধ্যমে রেলের যাতায়াত পথ যাত্রীদের জন্য আরও সুবিধা জনক করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে রেলমন্ত্রক। চলছে জোড় কদমে কাজ। মূলত সেই কারণেই এই ট্রেন বাতিল এবং ঘুরপথে ট্রেন চলাচলের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে সাঁতরাগাছিতে বেশ কয়েকদিন ধরেই চলবে ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজ। আর সেই কারণেই এই সিদ্ধান্ত ভারতীয় রেলের।

কতদিন চলবে সাঁতরাগাছি স্টেশনের কাজ?

খবর অনুযায়ী, প্রায় ১৫ দিনেরও বেশি সময় ধরে চলবে সাতরাগাছির ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজ। জানানো হয়েছে সাঁতরাগাছির এই বিশেষ কাজের জন্য ৩০শে এপ্রিল থেকে ১৮ই মে পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিলের (Train Cancelled) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই সময়ে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। যার গন্তব্যস্থল ও প্রস্থান হবে সাঁতরাগাছি।

আরও পড়ুন: কলকাতা মেট্রোর মানচিত্রে নয়া পালক, জুড়ছে নতুন ২০টি রেক

কোন কোন ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে?

সাঁতরাগাছির বিশেষ কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন ও এক্সপ্রেস। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা হলো, হাওড়া ঘাটশিলা টু হাওড়া মেমু, পুরী টু শালিমার ধৌলি এক্সপ্রেস, পুরী-শালিমার উইকলি স্পেশাল, হাওড়া টু দীঘা কান্ডারী এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস এবং দীঘা টু হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনগুলি আগামী ২রা মে থেকে ১৮ই মে পর্যন্ত বাতিল ঘোষণা করেছে রেল দপ্তর।

কোন কোন ট্রেনের যাত্রাপথ পরিবর্তন হয়েছে?

রেলের ঘোষণা অনুযায়ী আগামী ৩রা মে ও ৫ই মে সাঁতরাগাছিতে গন্তব্যস্থল হবে ৩৮৪০২ পাঁশকুড়া-হাওড়া EMU। একই দিনে সাঁতরাগাছি থেকে প্রস্থান ও গন্তব্যস্থল হবে ৩৮৯০৫ ও ৩৮৯০৮ হাওড়া-আমতা-হাওড়া EMU-এর। অন্যদিকে আমতা-হাওড়া, খড়গপুর-হাওড়া, হলদিয়া-হাওড়া, পাঁশকুড়া-হাওড়া, হাওড়া-মেদিনীপুর, মেচেদা-হাওড়া প্রভৃতি একাধিক লোকাল ট্রেনের ১১ই মে প্রস্থান ঘটবে সাঁতরাগাছি থেকে। অনুরূপে ১৭ই মে সাঁতরাগাছিতে প্রস্থান ও গন্তব্যস্থল হবে আমতা-হাওড়া আপ-ডাউন একাধিক লোকাল ট্রেনের (Train Cancelled)। এছাড়াও মে মাসের ১১ ও ১৭ তারিখ খড়গপুর পর্যন্ত যাত্রাপথ হবে আদ্রা-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-আদ্রা এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, হাওড়া ভদ্রক এক্সপ্রেসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *