Honda Electric Cycle: ক্রমাগত বাড়ছে জ্বালানি তেলের দাম। আর সেই জন্যই ক্রমাগত বৈদ্যুতিন যানের চাহিদাও বেড়েছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে বাড়ছে বৈদ্যুতিন যানবাহনের চাহিদা। তবে এই সমস্ত যানবাহন কেনাও নেহাত সস্তা নয়। লক্ষাধিক টাকা দিয়ে ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষমতা সবার থাকেনা। ফলে বহু মানুষ এই বৈদ্যুতিক যানবাহন চালানোর সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তবে আজ আলোচনা করব একটি বৈদ্যুতিক সাইকেল (Honda Electric Cycle) সম্পর্কে যা সব ধরনের মানুষের জন্য উপকারী হতে চলেছে।
জানা যাচ্ছে বাইক প্রস্তুতকারী সংস্থা হোন্ডার পক্ষ থেকে আনা হয়েছে একটি নতুন ধরনের ইলেকট্রিক সাইকেল (Honda Electric Cycle)। যা মূলত কলেজ ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে ভারতের বাজারে হোন্ডা সংস্থাটি নিয়ে এসেছে এই অত্যাধুনিক ইলেকট্রিক সাইকেল। যা নিম্নবিত্তদের জন্য ইতিমধ্যেই পছন্দের হয়ে উঠেছে।
এখনও অবধি ভারতের বাজারে একাধিক কোম্পানির ইলেকট্রিক সাইকেল (Honda Electric Cycle) রয়েছে। যেগুলি এখনও অবধি ভারতের বাজারে বেশ নাম করে নিয়েছে। তবে এবার আরও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে হোন্ডা সংস্থাটি। সম্প্রতি Honda E MTB নামের একটি বৈদ্যুতিক সাইকেল এনেছে সংস্থাটি। দুর্দান্ত মাইলেজ, ডিজাইন এবং ফিচার সহ ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। এছাড়াও এর বিক্রয়মূল্য কম হওয়ায় আরও বেশি করে গ্রাহকদের পছন্দের হয়ে উঠছে সাইকেলটি।
আরো পড়ুন: হাতে মাত্র কয়েকটা দিন, বিনামূল্যে স্কুটার জেতার সুযোগ দিচ্ছে TVS
ভারতীয় বাজারের প্রথম সারির ইলেকট্রিক সাইকেল (Honda Electric Cycle) গুলির তালিকায় অনায়াসেই এই সাইকেলটি জায়গা করে নিতে পারবে। এর দুর্দান্ত ডিজাইন একে একটি হ্যান্ডসাম লুক দিয়ে থাকে। এছাড়া সাইকেলটি এবার চার্জেই ৯০ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। এছাড়া সংস্থার তরফে দাবি করা হচ্ছে যে মাত্র তিন ঘণ্টায় এটি এর সম্পূর্ণ চার্জ করতে সক্ষম।
এছাড়াও অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে উচ্চ জ্যোতি সম্পন্ন হেডলাইট এবং একটি LED সূচক লাগানো হয়েছে। এর সাথে থাকছে ডিজিটাল স্ক্রিনের সুবিধাও। মূল্যের হিসেবে দেখতে গেলে শোরুমগুলোতে এই বৈদ্যুতিক সাইকেল (Honda Electric Cycle) কিনতে গ্রাহকদের ২৪ হাজার টাকা খরচ হবে। যা একাধিক ব্যাংক অফার সহযোগে ২০ হাজার টাকাতে পাওয়া যেতে পারে। এছাড়াও এর EMI করলে মাসিক ২৩৯৯ টাকার বিনিময়ে সাইকেলটি কিনতে পারবেন গ্রাহকরা।