Broom: ঝাঁটা কেনা শুভ কেন, কোন সময়ে ঝাঁটা কিনলে পাবেন ভাল ফল

Broom: ঝাঁটা কেনা শুভ কেন, কোন সময়ে ঝাঁটা কিনলে পাবেন ভাল ফল? সামনেই ধনতেরাস। মূলত নতুন কিছু ধাতু কেনার নিয়ম প্রচলিত রয়েছে এই উৎসবকে ঘিরে। কিন্তু অনেকেই এই সময়টাতে ঝাঁটা কিনে থাকেন। কিন্তু কেন? তারও নির্দিষ্ট কারণ রয়েছে। সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে অনেকেই বিশ্বাস করেন বাস্তুতন্ত্রে। আর বাস্তুমতে যে সমস্ত উপাদানগুলি সংসারের শ্রী বৃদ্ধি ঘটায় তার মধ্যে অন্যতম হলো ঝাঁটা (Broom)। ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। আর সেই কারণেই ধনতেরাসের শুভ মুহূর্তে অনেককেই ঘরে কিনে আনতে দেখা যায় নতুন ঝাঁটা।

বাস্তুমতে, ঘরে ঝাঁটা (Broom) রাখা ভালো। কিন্তু সেই ঝাঁটা যখন তখন কিনলে হবে না। ভালো ফল পেতে চাইলে, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে ঝাঁটা কিনতে হবে নির্দিষ্ট সময় মেনে। তবেই সৌভাগ্য ধরা দেবে, ভাগ্য সহায় হবে। অনেকেই বিশ্বাস করেন ধনতেরাসের শুভ মুহূর্তে ঝাঁটা কিনলে সৌভাগ্য আসে, সুখ, সমৃদ্ধি আসে। এই সময়টাই ঝাঁটা কেনার সঠিক সময়।

ধনতেরাস মূলত অবাঙালিদের উৎসব। বর্তমানে যদিও বহু বাঙালি এই উৎসব পালন করে থাকেন। কিন্তু তবুও ধনতেরাসের সঠিক দিন নিয়ে দ্বিমত দেখা যায় বাঙ্গালীদের মধ্যে। মূলত কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরাস উৎসব। সেই হিসেবে এই বছর ৩১ এ অক্টোবর ২০২৪ এ পড়েছে দীপাবলি উৎসব তার ঠিক আগের দিন অর্থাৎ ৩০ শে অক্টোবর পালিত হবে ধনতেরাস উৎসব। এই দিন মা লক্ষ্মী, ধন কুবের এবং ধন্বন্তরি দেবীর পূজা করা হয় একসাথে। অবাঙালি মতে এই দিন শুধুমাত্র নতুন কোন ধাতুর জিনিসই কিনে আনারই রীতি রয়েছে। তবে হিন্দু ধর্ম মতে এই দিন মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ ঝাঁটা (Broom) কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

আরো পড়ুন: আসছে ধনতেরাস! জানেন কি ধনতেরাসে কি কি কেনা শুভ লক্ষণ?

এই ঝাঁটা (Broom) ব্যবহার করা নিয়ে বাস্তুমতে বেশ কিছু নিয়মের প্রচলন রয়েছে। বাস্তু তন্ত্রের নিয়ম অনুযায়ী, পুরনো বা ভাঙ্গা ঝাঁটা ব্যবহার করা অনুচিত। তবে ঝাঁটা নষ্ট হয়ে গেছে বলেই সাথে সাথে তাকে ফেলে দেওয়া যাবে না। আগে নতুন ঝাঁটা কিনে তবেই পুরনো ঝাঁটাটিকে বাতিল করা যাবে। কথিত আছে নতুন ঝাঁটা না কিনে পুরনো ঝাঁটাটি ফেলে দিলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। ধনতেরাসের দিন যেমন নতুন ঝাঁটা কেনা শুভ তেমনি পুরোনো ঝাঁটা ফেলে দেওয়াও কিন্তু অশুভ বলে মনে করা হয়।

ঝাঁটা (Broom) কিনে তো আনলেন, প্রয়োজন মত ব্যবহারও করবেন। কিন্তু ঝাঁটাটি রাখবেন কোথায়? বাস্তু মতে ঘরের যে কোন জায়গায় ঝাঁটা রাখা যায় না। ঝাঁটা রাখার একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক ঝাঁটা রাখার জন্য সবচেয়ে ভালো। তবে তা সম্ভব না হলে উত্তর-পূর্ব দিকেও ঝাঁটা রাখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল ঝাঁটা রাখতে হবে মাটিতে শুইয়ে। এমন ভাবে ঝাঁটা রাখবেন তা যেন বাইরে থেকে দেখা না যায়। অন্যথায় বাড়ির সদস্যের স্বাস্থ্য হানি ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *