Alipore Zoo: ২০২৪ সালের ডিসেম্বর প্রায় শেষ হতে চলেছে। কদিন পরেই নতুন বছর। শহরে ইতিমধ্যেই বেশ জাঁকিয়ে শীত পড়েছে। বাচ্চাদের পড়াশুনোর চাপ এখন নেই বললেই চলে। আর এই সময় বাচ্চাদের পছন্দের অন্যতম পছন্দের ভ্রমণ স্থান আলিপুর চিড়িয়াখানা। ফলে চিড়িয়াখানায় ভিড় বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। বিশেষ করে দেখা যাচ্ছে বাবা-মায়ের হাত ধরে কচি কাঁচাদের উৎসুক ভিড়।
ফলে ভিড় এড়াতে নতুন ব্যবস্থা নিলো আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo) কর্তৃপক্ষ। আর এর ফলে আরও সহজ হয়েছে চিড়িয়াখানায় প্রবেশ ব্যবস্থা। এবার অনলাইনে কিউআর কোড স্ক্যান করেই কাটা যাবে টিকিট। যার ফলে পরিবার নিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট আর নেই। যার ফলে অনলাইনেই এই ছোট পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই সহজেই টিকিট কেটে প্রবেশ কড়া যাবে চিড়িয়াখানায়।
শুধু শহর নয় জেলার মানুষেরাও ভিড় জমায় আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। খাঁচায় বন্দি ভয়ানক বন্যপ্রাণীদের দেখতে কার না ভালো লাগে। এবার শীতে ১২০০-র বেশি পশু পাখির সম্ভার দেখা যাবে চিড়িয়াখানায়। এছাড়াও থাকবে ফুড কোর্টের সাথে আড্ডা দেওয়ার স্থান সহ পিকনিকের মরশুমের আদর্শ স্থান। মাঝে একটা দিন এরপরই বড়দিন। তার পরেই আসছে বর্ষবরণ এবং এরপরই নতুন বছরের শুরু। ফলে এই সময়ে প্রবল ভিড় থাকে। তাই বাড়িতে বসে হলেও টিকিট কাটার সহজ বন্দোবস্ত করেছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন: শীতে ছুটি কাটানোর ফাটাফাটি গন্তব্য টাকি রাজবাড়ি, যাবেন নাকি একবার
অনলাইন ওয়েবসাইট থেকেও কাটা যাবে টিকিট। এক্ষেত্রে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) ওয়েবসাইট থেকে ই-টিকিট আইকনে গেলেই পাওয়া যাবে টিকিট কাটার অপশন। এক্ষেত্রে পাঁচ বছরের নীচে শিশুদের বয়স হলে টিকিটের ফি ২০ টাকা এবং এর উর্দ্ধে সকলের ক্ষেত্রে টিকিটের মূল্য ৫০ টাকা ধার্য্য করা হয়েছে। এছাড়াও বাড়তি আকর্ষণ রয়েছে অ্যাকোরিয়াম। সেক্ষেত্রে প্রবেশমূল্য রাখা হয়েছে ২০ টাকা মাথাপিছু।
২০২৪ সালে ১৫০ বছর অতিক্রম করেছে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo)। আর সেই উপলক্ষে আয়োজন করা হয়েছে এক অভিনব উদ্যোগের। এবার মানুষ বন্দী থাকবে খাঁচায় আর পাখিরা বাইরে থেকে বিচরণ করবে। এটাই এবছরের আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে অনলাইনে টিকিট কাটার যে সুব্যবস্থা হয়েছে এতে বহু মানুষ জমা হলেও সহজেই ভিতরে প্রবেশ করতে পারবেন টিকিটের লম্বা লাইনে দাঁড়ানো ছাড়াই। সঙ্গে অতিথি হিসেবে এবার দেখা যাবে গ্রিন অ্যানাকোন্ডাকে। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে চিড়িয়াখানা। জানা যাচ্ছে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে চিড়িয়াখানায়।