World Test Championship 2025: কিছুদিন আগেই দেশের মাটিতে কিউইদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলের শীর্ষস্থান থেকে সরে গিয়েছিল টিম ইন্ডিয়া! এরপর পারথ টেস্টের দুর্দান্ত কামব্যাক করে ফের শীর্ষস্থানে এসেছে ভারত! এদিনের দুর্ধর্ষ জয়ে শুধু যে ভারত তালিকার শীর্ষে উঠে এসেছে এমনটা নয় বরং ভেঙেছে পারথের একাধিক রেকর্ডও।
আপাতত এক নম্বরে রয়েছ টিম ইন্ডিয়া। এখনও অবধি হওয়া মোট ১৫টি টেস্টের ৯টি-তেই জিতেছে ভারত। বাকি ৫টি-তে পরাজিত এবং একটিতে ম্যাচ ড্র হয়। বর্তমানে ভারতের পয়েন্ট ১১০! এবং পয়েন্টের শতাংশ ৬১.১১! এই পয়েন্ট শতাংশের নিরিখেই তালিকার শীর্ষে থাকা দুই দলের মধ্যে খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship 2025)। গত দুবারেও ফাইনাল খেলেছে ভারত এবারও সেই সুযোগ রয়েছে। এর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ১৩টি টেস্টের মধ্যে জয় রয়েছে ৮টি এবং পরাজিত হয়েছে চারটিতে। অস্ট্রেলিয়ারও ড্র হয়েছে একটি ম্যাচ। তাদের পয়েন্ট রয়েছে ৯০ এবং শতাংশ রয়েছে ৫৭.৬৯! অন্যদিকে তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা তাদের পয়েন্টের শতাংশ রয়েছে ৫৫.৫৬। তার পরেই রয়েছে নিউজিল্যান্ড যার পয়েন্টের শতাংশ ৫৪.৫৫! অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে আফ্রিকা যার পয়েন্টের শতাংশ রয়েছে ৫৪.১৭!
বর্তমানে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছে। চলতি বছরের এটি শেষ সিরিজ ভারতের। এরপর নতুন বছরে শ্রীলঙ্কার সাথে দুটি ম্যাচের সিরিজ রয়েছে ভারতের। অন্যদিকে শ্রীলঙ্কা বর্তমানে সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ (World Test Championship 2025) খেলছে। এবং অস্ট্রেলিয়ার হাতেও রয়েছে দুটি টেস্ট সিরিজ।
আবার দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার শেষে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চলেছে। তবে দুটিই খেলা হবে দক্ষিণ আফ্রিকার দেশের মাটিতে। অন্যদিকে আবার বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ড নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের সাথে খেলতে নেমেছে। এটিই চলতি চ্যাম্পিয়নশিপ (World Test Championship 2025) বর্ষের শেষ সিরিজ কিউইদের।
তবে ভারতের বাকি চারটি টেস্টের মধ্যে তিনটি জিততে পারে এবং একটিতে হারে বা ড্র হয় তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship 2025) খেলার জন্য অন্যের পারফরম্যান্সের উপর ভরসা করতে হবেনা ভারতকে। এক্ষেত্রে ৪-০ বা ৪-১ ব্যবধানে জিতলেও সরাসরি ফাইনালে যেতে পারবে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটির বেশি ম্যাচ হারলেই চাপ বাড়তে শুরু করবে। মূলত দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরেই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার উপর সংকট নেমেছে।