Cancel Holiday In Eid : গোটা একমাস ধরে শুরু হয়েছে রমজান মাস। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি মাস। এক মাসব্যাপী রোজা রাখার পরে আগামী সোমবার পবিত্র ঈদের দিন রমজান মাস শেষ হতে চলেছে। কিন্তু এই বছর ইদ-উল-ফিতর পড়েছে ৩১শে মার্চ। ঈদের দিন গোটা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। কিন্তু অর্থবর্ষের শেষ দিন হওয়াতে নিয়মে আনা হচ্ছে কিছু পরিবর্তন। এই বিশেষ দিনে প্রতিবছর সরকারি অফিস, ব্যাঙ্ক, স্কুল-কলেজ, বন্ধ থাকে, কেবল চালু রাখা হয় ইমারজেন্সি সার্ভিস।
চলতি বছর ঈদ পড়েছে ৩১শে মার্চ
প্রতিবছর অর্থবর্ষের শেষ দিন স্বাভাবিকভাবেই ব্যাংকের কর্মীদের ওপর থাকে প্রবল চাপ। চলতি বছর মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ পরব পবিত্র ঈদ পড়েছে এই ৩১শে মার্চ। যেহেতু এই বিশেষ দিন হল ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন, তাই স্বাভাবিক এই দিন প্রবল চাপের মধ্যে কাটাবেন বিভিন্ন ব্যাংকের কর্মী থেকে শুরু করে অনান্য ছোট বড় সংস্থার কর্মীরাও। কাজের ক্ষেত্রে যাতে কোন রকম অসুবিধা সম্মুখীন না হতে হয় সেই কারণে আরবিআই ব্যাংক কর্মীদের ওই দিনের ছুটি বাতিল করেছে (Cancel Holiday In Eid)। আর্থিক বছরের শেষ দিনে আর্থিক লেনদেনের প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করার জন্য এই ঘোষণা।
সর্বত্রই কি চালু থাকবে এই নিয়ম?
দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী চলতি বছর দেশের প্রত্যেকটি ব্যাংক খোলা থাকবে ৩১শে মার্চ। অর্থবর্ষের শেষ দিন হওয়াতে ব্যাংকের কর্মীদের ওপর থাকবে অতিরিক্ত দায়িত্ব। প্রাথমিকভাবে, শুধুমাত্র মিজোরাম এবং হিমাচল প্রদেশে ব্যাংক খোলা থাকার কথা ছিল, কিন্তু এই সিদ্ধান্ত বদল করেছে আরবিআই। সারা দেশে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাতিল হয়ে গেল ব্যাংকের কর্মীদের এই দিনের ছুটি (Cancel Holiday In Eid)।
৩১শে মার্চ হবে না ব্যাংকের অন্যান্য কাজ
ঈদের দিন অর্থাৎ ২০২৫ সালের ৩১শে মার্চ ব্যাংক খোলা (Cancel Holiday In Eid) থাকলেও সব ধরনের কাজ সেদিন হবে না। কিছু নির্দিষ্ট লেনদেন করা হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ৩১শে মার্চ, আয়কর, শুল্ক, আবগারি শুল্ক এবং জিএসটি সম্পর্কিত অর্থপ্রদান করা হবে। শুধুমাত্র পেনশন এবং সরকারি ভাতা বিতরণ সম্পর্কিত অর্থ প্রদান সম্ভব হবে।
ঈদের দিন ব্যাংকে গিয়ে কি কি কাজ করতে পারবেন?
যদি ৩১শে মার্চ আপনি ব্যাংকে যান তাহলে কেবলমাত্র কয়েকটি কাজ করা যাবে কিন্তু এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ মোবাইল ব্যাঙ্কিং সুবিধা, অনলাইন ফান্ড ট্রান্সফার এবং সরকারি কর পরিশোধ পরিষেবা অব্যাহত থাকবে। দেশের কিছু কিছু রাজ্যে ছাড় থাকলেও সর্বত্র ১লা এপ্রিল কাজ বন্ধ থাকবে। হিমাচল প্রদেশ, মিজোরাম, পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ে ব্যাঙ্ক খোলা থাকবে। বাকি জায়গায় বন্ধ থাকবে।
পলিসি ধারকদের জন্য বিশেষ সুবিধা
অর্ধবর্ষের শেষ কয়েকদিন যাতে কোনোভাবেই পলিসিধারকদের কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য, ভারতীয় বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) বিমা কোম্পানিগুলিকে ২৯শে, ৩০শে এবং ৩১শে মার্চ অফিস খোলা রাখার (Cancel Holiday In Eid) নির্দেশ দিয়েছে। যেসব কাজ বাকি রয়েছে সেই বিষয়ে আয়কর বিভাগ দেশের সমস্ত আয়কর অফিস ২৯শে, ৩০শে এবং ৩১শে মার্চ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আয়কর মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, এই বছর ৩১শে মার্চ, ২০২৫ তারিখটি একটি সরকারি ছুটির দিন, তাই এটি শেষ মুহূর্তের কর দাখিলের উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু আয়কর অফিস এই দিন খোলা রাখা হবে।