Pakistan Civil War: পাকিস্তানে শুরু হলো গৃহযুদ্ধ, ভাঙ্গনের মুখে পড়লো দেশ

Pakistan Civil War: পাকিস্তানে শুরু হলো গৃহযুদ্ধ, ভাঙ্গনের মুখে পড়লো দেশ। এবার ভাঙ্গনের মুখে পড়তে চলেছে পাকিস্তান। পাকিস্তানের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গৃহযুদ্ধ (Pakistan Civil War)। একাধিক জায়গায় শোনা যাচ্ছে আজাদির সুর। এক দিকে চলছে গৃহযুদ্ধ অন্যদিকে বিপুল আর্থিক সংকট সব মিলিয়ে রীতিমতো চাপের মধ্যেই রয়েছে পাকিস্তান। লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, মুলতান ইত্যাদি এলাকার পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে তা দেখে বোঝা যায় ভারতের এই শত্রু প্রতিবেশী দেশটায় ভাঙন ধরতে আর বেশিদিন বাকি নেই। এবার হয়তো কয়েক টুকরো হয়ে যেতে পারে গোটা একটা দেশ।

পাকিস্তানের এই গৃহযুদ্ধ (Pakistan Civil War) অবশ্যই রাজনৈতিক চাল বলেই মনে হচ্ছে বলে জানান। পাকিস্তানের বিশেষজ্ঞরা প্রাক্তন প্রধানমন্ত্রী বিখ্যাত ক্রিকেটার ইমরান খান বর্তমানে জেল বন্দি। তাকে মুক্ত করার দাবিতেই মূলত শুরু হয়েছে আন্দোলন। আর সেখানেই শোনা যাচ্ছে আজাদীর সুর। ভাঙ্গনের লক্ষণ ফুটে উঠছে এই গৃহযুদ্ধের মধ্যে। বিক্ষোভকারীদের বক্তব্য অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী শরিফ বেআইনিভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলবন্দি করে ক্ষমতা দখল করেছে তাতে পাক সেনার সম্পূর্ণ মদত ছিল আর তাই জন্যই সম্পূর্ণ সরকারি পরিকাঠামোর বিরুদ্ধে শুরু হয়েছে আন্দোলন।

বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী, যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান প্রধানমন্ত্রী শরীফ কে পদত্যাগ করতে হবে। তার পরিবর্তে ইমরান খানকে মুক্তি দিতে হবে সসম্মানে। তবে এই গৃহযুদ্ধ (Pakistan Civil War) থামার সম্ভাবনা রয়েছে। অন্যথায় এই আন্দোলন সামলানো হয়তো পাক সেনার পক্ষে সম্ভব নয়। আন্দোলন সামলাতে বেশ কিছু জায়গায় নামানো হয়েছে সেনাবাহিনী। এমনকি রাস্তায় নেমেছে পাক রেঞ্জার্স। এত কিছুর পরও পরিস্থিতি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠছে।

আরো পড়ুন: একাধিক অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা! গ্রেফতারে সহায়তা ইন্টারপোলের

প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ উঠেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। বিশেষ স্পর্শকাতর জায়গাগুলিতে রীতিমতো ট্যাংক বসানো রয়েছে। সরকারের বিরুদ্ধে ঘোষিত বিপ্লবকে সমূলে বিনাশ করতে প্রধানমন্ত্রী যেন মরিয়া হয়ে উঠেছেন। পাকিস্তান সেনার দুহাত খুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর (Pakistan Civil War)কোন নিয়মের বেড়াজালে আর তারা বাধা পড়ে নেই। এছাড়াও সরকারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। ইমরান সমর্থকরা জানিয়েছেন, তাদের উপরেই আক্রমণ করা হচ্ছে। যদি শুধুমাত্র বিপ্লব মেটানোর চিন্তা থাকতো তাহলে আক্রমণ করা হতো নিরপেক্ষভাবে কিন্তু এখানে তা হচ্ছে না।

কিন্তু এত কিছুর পরেও ইমরান খানের সমর্থকদের দমাতে পারেনি পাকিস্তান সরকার। পাকিস্তানের ভিতরে চলতে থাকা গৃহযুদ্ধ (Pakistan Civil War) দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে একটু একটু করে। প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের এই পরিণতি হতে পারে এমন আশঙ্কা করেছিলেন ইমরান খান। তাও আবার প্রায় দু বছর আগে। তিনি বলেছিলেন দেশটা দেউলিয়া হয়ে যাবে, তারপরে পারমাণবিক অস্ত্রগুলি কেড়ে নেওয়া হবে। তিন থেকে চার ভাগে বিভক্ত হতে পারে পাকিস্তান। সেই ভবিষ্যৎবাণী আজ সত্যি হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *