Site icon লোকাল সংবাদ

শিবরাত্রির দিন পালন করুন এই ১১ টি টোটকা, জীবন ভরে উঠবে সুখ শান্তিতে

শিবরাত্রি

প্রতিনিধত্বমুলক

হিন্দুধর্মের মানুষের কাছে শিবরাত্রির দিনটি হল একটি বিশেষ দিন। এই বিশেষ তিথিতে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট রাখতে একাধিক নিয়ম পালন করতে হয়। মানুষ বিশ্বাস করে যে, এই বিশেষ দিনে শিব এবং পার্বতীর মিলন হয়েছিল। দিনটির মাহাত্ম্য কিন্তু খুবই বেশি। শিবরাত্রির দিন উপবাস থেকে শিবলিঙ্গে চার প্রহর জল ঢালতে হয়। যদি কোন ব্যক্তি উপবাস রাখতে না পারেন তাহলে ফলাহার করতে পারলে খুব ভাল হয়। শিবরাত্রির বিশেষ দিনে মনস্কামনা পূরণ করার জন্য সহজ কয়েকটি টোটকা পালন করে দেখতে পারেন। যদি জীবনে কোনরকম সমস্যা থাকে তাহলে তা দূর হয়ে যাবে নিমেষেই। নিম্নে কয়েকটি বিশেষ টোটকা সম্পর্কে আলোচনা করা হলো –

টোটকা:

১) যারা এই দিন শিবের মাথায় জল ঢালবেন তারা মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে সাদা চন্দন, যে কোনও সুগন্ধি এবং গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে অর্পণ করুন।

২) এছাড়াও একটা আকন্দ ফলকে দু’ভাগ করে নিয়ে তার ভিতরটা পরিষ্কার করে নিন। তারপর সেই আকন্দ ফলের ভিতরে ঘি ঢেলে প্রদীপ জ্বালুন। এই কাজটি শিবরাত্রির দিন অবশ্যই করুন।

৩) মহাদেবকে সন্তুষ্ট রাখতে শিবরাত্রির দিন একটা ছোট পাত্রে কিছুটা চিনি এবং একটা বাতাসা বা সন্দেশ অর্পণ করুন।

৪) যারা সর্বদা চেয়েছেন ধনসম্পত্তি তারা অবশ্যই তা বৃদ্ধির জন্য শিবলিঙ্গে বেদানার রস অর্পণ করুন।

৫) শিবরাত্রির দিন গঙ্গাজলে কালো তিল মিশিয়ে অর্পণ করুন।

৬) শিবরাত্রির বিশেষ তিথিতে যদি নন্দীর সামনে সবুজ ঘাস অর্পণ করা যায় তাহলে সমস্ত রকম বাধা-বিপত্তি দূর হয় ও মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়।

আরও পড়ুন: মহাকুম্ভ শেষে বিরল দৃশ্য ভারতীয় আকাশে, বাড়বে আধ্যাত্মিক শক্তি

৭) যাদের জীবনে বিবাহ নিয়ে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তাঁরা কাঁচা দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন।

৮) এই দিন উপবাস রেখে পুজো করে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। শিবের নাম জপ করুন ১০৮ বার ফল মিলবে অবশ্যই।

৯) এই দিন গরিব-দুঃখীদের সাধ্যমতো কিছু দান করুন। এটি পুণ্য হবে আপনার।

১০) শিবপুজোর দিন আটার ১২টা গুলি তৈরি করে মাছকে খাওয়ান। এই বিশেষ কাজ করতে হবে দুপুর ১২টা থেকে ২টোর মধ্যে।

১১) মহাদেবকে বেলগাছের ফুল (সুগন্ধি বেল ফুল নয়) অর্পণ করুন। বেলগাছের ফুল শিবের খুব প্রিয়।

Exit mobile version