IRCTC Food Service: ট্রেন যাত্রার সময় খাবার খাওয়ার জন্য সুলভ ও স্বাস্থ্যকর খাবার পাওয়ার জন্য রেলের খাবারের (IRCCTC Food Service) উপরেই আস্থা রাখেন সমস্ত যাত্রীরাই। তবে এবার কি রেলের খাবার খাওয়া নিরাপদ রইলো? সম্প্রতি উঠে আসা একটি খবরে আপনার মনেও আসবে একই প্রশ্ন। এতদিন দাম নিয়ে নানান অভিযোগ উঠলেও এবার প্রশ্নের মুখে খাবারের মান ও যাত্রী সুরক্ষা নিয়েও।
সম্প্রতি উঠে আসা একটি অভিযোগের ভিত্তিতে জানা যায় রায়তায় চুমুক দিতে গিয়ে চক্ষু চড়কগাছ হয় যাত্রীর। প্রথমটায় বুঝতে না পারলেও পরে ভালো করে দেখে তিনি বুঝতে পারেন সাঁতরে বেড়াচ্ছে জ্বলজ্যান্ত তেঁতুল বিছে। হাজারো অভিযোগের মধ্যে এই অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে যায়। সমাজ মাধ্যম গুলিতে রোজ হাজার হাজার অভিযোগ ওঠে রেলের খাবারের বিরুদ্ধে তবে এদিনের এই অভিযোগে কার্যত প্রশ্নের উপর উঠে এসেছে যাত্রীদের সুরক্ষা।
এই ঘটনাটি প্রথমে ভাইরাল হয় সমাজ মাধ্যমে। দেখা যায় IRCTC এর এক্সিকিউটিভ লাউঞ্জের খাবারে ভাসছে বিছে। ফলে প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় এই পোস্টটি। জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে নিউ দিল্লি স্টেশনে। খোদ দেশের রাজধানী শহরের এত বড় একটি স্টেশনে এই অভিযোগ উঠতে দেখে ধিক্কার জানাচ্ছে যাত্রীরা।
আরো পড়ুন: এই মেল ট্রেনে চড়লে ছাড়তে হবে সময়ের হিসেব! জানুন কোন ট্রেন!
জানা যাচ্ছে অর্জাংশ সিংহ নামের এক ছাত্র ডিনার সারছিলেন। সেই সময়ই নিজের অর্ডার করা রায়তার মধ্যে জ্যান্ত তেঁতুল বিছে ঘুরে বেড়াতে দেখেন তিনি। সেই ছবি তুলেই তিনি সমাজ মাধ্যমে শেয়ার করেন। ক্যাপশন দিয়ে লেখেন ভারতীয় রেলের (IRCTC Food Service) খবর উন্নতি দেখা যাচ্ছে এখন তারা উচ্চ প্রোটিনযুক্ত রায়তা পরিবেশন করছে। পোস্ট করা মাত্রই হু হু করে ভাইরাল হয়েছে পোষ্টটি।
ভারতীয় রেলের খবর নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই একের পর এক অভিযোগ শিরোনামে উঠে আসতে দেখা গেছে। তবে এই ঘটনা যেনো এর অবনতি কতটা তা আরও ভালো করে দেখিয়ে দিলো। যদিও এই অভিযোগ সামনে আসার পর IRCTC সমস্যাটি যাচাই করার কথা জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।