Sub-standard Medicine: দৈনন্দিন গ্যাসের ওষুধ প্যান-ডি থেকে শুরু করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শেলকল-৫০০ ট্যাবলেটের গুণগত মান স্বাস্থ্যসম্মত নয় বলে জানালো ভারতের সেন্ট্রাল ড্রাগ রেগুলেটরি অথরিটি বা CDRA! এই তথ্য প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাহলে কি এতদিন বিভিন্ন সমস্যা সারাতে আরও বেশি করে সমস্যা ডেকে আনছি আমরা?
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে ওষুধের গুণগত মান মাপার পরিক্ষায় ফেল করেছে আমাদের ব্যবহৃত খুব পরিচিত কিছু ওষুধ। সেই ফেল করা ওষুধের তালিকাও সামনে এনেছে CDRA। চলুন জেনে নিই কোন কোন ওষুধ গুণগত মানের পরীক্ষায় পাশ করতে পারেনি:
Sub-standard Medicine List
- গ্লিমোপিরেইড ট্যাব আইপি
- প্যান্টপ্রাজল ইনজেকশন বিপি ৪০এমএল
- টেলমিরসোটন ট্যাব আইপি ৪০এমএল
- যোগরাজ গুগ্গুলু ট্যাব
- সি মণ্ট এলসি কিড ৬০এমএল
- ট্রিপসিন, ব্রমেলাইন ও রুটোসাইট ট্রাইহাইড্রেট ট্যাব
- বি সিডাল ৬২৫
- পানলিব ৪০ ট্যাব
- ফ্লুরোমেথোলন আই ড্রপ আইপি
- ক্লোক্সাসিলীন সোডিয়াম ক্যাপসুল আইপি ২৫০এমএল
- উইন্টেল ৪০ ট্যাব
- ফ্লক্সেস ওজেড
- লোপেরামাইড হাইড্রোক্লোরাইড ট্যাব আইপি
- সেফুরোক্সিম এক্সেটিল ট্যাব আইপি ৫০০এমজি/এমএল
- নিউরোটেম এনটি
আরো পড়ুন: প্রয়োজনীয় জিনিস ভুলে যাচ্ছেন? আপনারও হয়নি তো এই রোগ?
এছাড়া কিছু ওষুধ জাল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো:
- প্যান-ডি
- শেলকাল ৫০০
- ইউরিম্যাক্স ডি
- ডেকাডিউরাবলিন ২৫ ইনজেকশন
এই তালিকা (Sub-standard Medicine) প্রকাশের পর CDRA স্পষ্ট করে জানিয়েছে যে পরীক্ষায় ফেল করা মানেই বাজারে বিক্রি হওয়া ওই নামের সব ওষুধ খারাপ। পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট ব্যাচের সমস্ত ওষুধকে আলাদা করা হয়। এর আগে আগষ্টের প্রকাশিত একটি রিপোর্টে জানা যায় সেবারের পরীক্ষায় ফেল করে মেট্রোনিডাজল ট্যাবলেট, ডমপেরিডন ট্যাবলেট এবং অক্সিটোসিন ইনজেকশন। এছাড়াও মেটাফরমিন, ক্যালসিয়াম ৫০০ এমএল, ভিটামিন ডি ৩ ২৫০ আইইউ ট্যাবলেট, প্যান ৪০, প্যারাসিটামল। যদিও এক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারক সংস্থার উপরেই নির্ভর করে ওষুধের গুণগত মান পরীক্ষা হয়।