Employee Retirement New Rule: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরের ক্ষেত্রে এলো নতুন নিয়ম! কি সেই নিয়ম?

Employee Retirement New Rule: এবার কেন্দ্রীয় সরকার নিয়ে এলো নতুন নিয়ম। কেন্দ্রীয় কর্মচারীরা চাইলে ২০ বছর কাজ করার পর পারবেন স্বেচ্ছায় অবসর নিতে। এই নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই শোরগোল পড়েছে। অবসর গ্রহণের সময় সাধারণ অবসরের সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন কর্মীরা। জাতীয় পেনশন স্কিম (NPS) চালু হয় ২০০৪ সালে এরপর কিছু নিয়মের পরিবর্তন আনতে ২০০৯ সালে সংশোধন করা হয়।

আগে শুধু মাত্র সরকারি কর্মচারীরাই এই সুবিধা পেতেন। পরে নিয়মের কিছু পরিবর্তন আনার ফলে বর্তমানে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পেয়ে আসছেন। এটি একটি পেনশন স্কিম যেখানে মূল উদ্দ্যেশ্য হলো চাকরি চলাকালীন অবসর গ্রহণের ফান্ড প্রস্তুত করা।

নতুন নিয়ম অনুযায়ী এবার এই NPS স্কিমের অধীনে কর্মীরা চাইলে স্বেচ্ছা অবসর (Employee Retirement New Rule) গ্রহণ করতে পারবেন। তবে এই সুবিধা পাবেন ২০২১ সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিসের অধীনে NPS রেজিস্টার্ড কর্মীরা। ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট বা স্বেচ্ছা অবসর গ্রহন করতে চাইলে কমপক্ষে ৩ মাস আগে কর্মস্থলে একটি লিখিত নোটিস জমা দিতে হবে।

আরো পড়ুন: বিশেষ কোনো নম্বর নিতে চান? BSNL দিচ্ছে বড় সুযোগ!

এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নিয়োগকর্তা চাইলেও এই আবেদন বাতিল করতে পারবেন না। এরপর তিন মাসের সময় অতিবাহিত হওয়ার পর অবসর গ্রহণের সিদ্ধান্তটি কার্যকর করা হবে। এর অর্থ কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী যদি স্বেচ্ছা অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন তবে এর জন্য তাকে তিন মাসের একটি ওয়েটিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে।

এই নতুন নিয়ম প্রকাশে কর্মচারীরা সাধারণ অবসরের মতোই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এর জন্য PFRDA কতৃক সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে স্বেচ্ছা অবসর (Employee Retirement New Rule) গ্রহণকারী কর্মীদের। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর হতে চলেছে বলে অনুমান সকলের। এতে কর্মীদের অবসর জীবনে আর্থিক নিরাপত্তা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *