New Scheme for Women: ভারতের মতো বিশাল দেশে সমাজ এবং সময় দ্রুত এগিয়ে চললেও এখনও অনেক জায়গায় মহিলাদের সামাজিক পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। ইতিহাসের পর্দা প্রথার চল দেখা না গেলেও একেবারে মুক্ত হননি মহিলারাম। শারীরিক এবং মানসিক গঠনের জন্য মহিলাদের দুর্বল গণ্য করা হয় সমাজে। তাই মহিলাদের জীবনের স্রোতে ফেরাতে এবং স্বাবলম্বী করতে আবারও একটি নতুন প্রকল্প আনলো কেন্দ্র।
দেশের সকল স্তরীয় জনগণের জন্য রয়েছে একাধিক সুবিধামূলক প্রকল্প। এর সাথেই রয়েছে দেশের মহিলাদের ক্ষমতায়নের স্বার্থে নিয়ে আসা একাধিক প্রকল্প। দেশের প্রতিটি কোনায় সমাজে নারীর অবস্থান আরও শক্ত করতে ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ এবং রাজ্যের সরকারগুলি। নারীদের সুবিদার্থে নিয়ে আসা হয়েছে প্রচুর প্রকল্পও (New Scheme for Women)। এবার আরও একটি প্রকল্প নিয়ে এলো ভারতীয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে। চালু হতে চলেছে বীমা সখী যোজনা।
গত ৯ই ডিসেম্বর হরিয়ানার পানিপথে বিকাশ ভারত অনুষ্ঠানে উপস্থিত থেকে এই প্রকল্পের (New Scheme for Women) শুভ সূচনা করা হয়। গ্রামের মহিলাদের উন্নতির জন্যই তৈরি করা হয়েছে এই প্রকল্প। এতে মহিলাদের লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়ার (LIC) হয়ে কাজ করতে হবে। গ্রামীণ অঞ্চলে সাধারণত কর্মসংস্থান কম। মহিলাদের জন্য তো এর সুযোগ আরও কম। তাই এই সরকারি সুযোগের ফলে মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার পর মহিলারা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৭০০০ টাকা!
আরো পড়ুন: আগুন ধরানো অফার এলআইসির, আবেদন করলেই দেবে ৪০ হাজার
এই প্রকল্পের (New Scheme for Women) সাথে যুক্ত হওয়া মহিলারা প্রথম বছরে বেতন হিসেবে পাবেন প্রতি মাসে ৭০০০ টাকা। যা দ্বিতীয় বছরে কমে হবে ৬০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে পাওয়া যাবে ৫০০০ টাকা। এই টাকাটি মূলত সরকার প্রদত্ত হবে। তবে প্রকল্পের সাথে যুক্ত মহিলারা বিমার লক্ষ্যমাত্রা পূরণ এবং কমিশনভিত্তিক পুরস্কার পেয়ে মাসে ২১ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
এই বীমা সখী যোজনাতে (New Scheme for Women) প্রথমে সর দেশের ৩৫ হাজার মহিলাকে এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। এরপর ভবিষ্যতে আরো ৫০ হাজার মহিলাকে নিয়োগ দেওয়া হবে এই নতুন প্রকল্পের (New Scheme for Women) মাধ্যমে। তবে জানা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র হরিয়ানা রাজ্যেই চালু হচ্ছে এই প্রকল্পটি। এরপর এর সফলতা দেখে ধীরে ধীরে গোটা ভারতবর্ষে তা চালু করা হবে। ১৮ থেকে ৫০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের (New Scheme for Women) আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ হতে হবে।