Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র, বাড়ানো হলো নিরাপত্তা। পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান শাসক দলের অন্যতম বিরোধী সদস্য শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য। তাকে নিয়ে আলোচনা বা ট্রোলের কোন শেষ নেই। সোশ্যাল মিডিয়া খুললেই তার সম্পর্কে কিছু না কিছু মন্তব্য উঠে আসবেই। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। আগে বিশেষভাবে যে সুরক্ষা ব্যবস্থা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য জারি করা হয়েছিল এখন সেই একই সুরক্ষা ব্যবস্থা পাওয়া যাবে গোটা দেশ জুড়ে।
এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মধ্যে জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা প্রদান করা হতো। কিন্তু দেশের অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে তিনি পেতেন ওয়াই ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা। তবে এখন থেকে পরিবর্তিত হলো এই নিয়মটি। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে এখন থেকে ভারতের যেকোনো রাজ্যের যেকোনো এলাকায় জেড ক্যাটাগরির নিরাপত্তাই পাবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কিন্তু কেন? হঠাৎ করে কেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর প্রয়োজন পড়লো? কেন্দ্রিয় সরকারের তরফ থেকে শুভেন্দু অধিকারীর উপর হওয়া থ্রেট পার্সেপশনগুলি সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। যা দেখে বোঝা যাচ্ছে তার বড়সড়ো বিপদের আশঙ্কা রয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, তার সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এখন থেকে ভারতবর্ষের যে কোন রাজ্যে সফর করার সময় জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা দেওয়া হবে তাকে। থাকবে বুলেটপ্রুফ গাড়ির সুবিধা এবং বৃদ্ধি পাবে নিরাপত্তা রক্ষীর সংখ্যা।
আরো পড়ুন: এইসব মহিলাদের একাউন্টে আর দেওয়া হবেনা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, জারি নির্দেশিকা
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। বিশেষত বাংলায় বিজেপির প্রতিনিধি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। রাজ্য সরকার বিরোধী যে কোন কর্মসূচিতে মুখ্য ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে তাকে। সেই কারণেই হয়তো তার নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করার প্রয়োজন মনে করছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য।
তথ্যসূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় জেলায় তার বিরুদ্ধে কথা বলছে বহু মানুষ। কিন্তু এখনো পর্যন্ত শাসকদলের বিরুদ্ধে কথা বলার মতন সাহস রয়েছে তার। বলা ভালো যে সমস্ত প্রতিনিধিরা সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাই তার নিরাপত্তা বৃদ্ধি করা খুবই প্রয়োজনীয় হয়ে উঠছিল। রাজ্যের বর্তমান রাজনৈতিক ব্যাক্তিত্ব শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বৃদ্ধি তাকে বিভিন্ন কর্মসূচিতে এগিয়ে যেতে সাহস যোগাবে বলে মনে করছে কেন্দ্র।