RBI 200 Notes: পূর্বে ৫০০, ১০০০, ২০০০ টাকার নোট বাতিলে হয়রানির শিকার হতে হয়েছিল দেশবাসীকে। বর্তমানে সেই হয়রানি থেকে অনেকটাই বেরিয়ে এসেছে সাধারণ মানুষ। তবে সাম্প্রতিক RBI তরফে ২০০ টাকার নোট বাতিল নিয়ে নিতে চলেছে এক নয়া সিদ্ধান্ত (RBI 200 Notes)। খবর লয়েছে সাম্প্রতিক ২০০ টাকার ১৩৭ কোটি নোট বাজার থেকে তুলে ফেলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে কি সত্যিই বাতিল হতে চলেছে ২০০ টাকার নোট? যদি কারো কাছে এখনো থাকে এই নোট তাহলে সে কি করবে? বিপদ এড়াতে শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।
RBI ২০০ টাকার নোট সরিয়ে ফেলায় অনেকেই নোট বাতিল নিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন হঠাৎ ২০০ টাকার নোট (RBI 200 Notes) বাতিলের সিদ্ধান্ত কেন রিজার্ভ ব্যাঙ্কের? আবার কারো প্রশ্ন ২০০ টাকার নোটে কি জাল বেরোচ্ছে?
এইসব প্রশ্ন উঠতেই RBI জানিয়েছেন ২০০ টাকার নোট বাতিল নিয়ে চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই দেশবাসীর। কারণ এখনো পর্যন্ত বাজার থেকে যতগুলি ২০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছে তা অত্যন্ত অব্যবহারযোগ্য। মূলত নষ্ট হয়ে যাওয়ার কারণেই সেই সব ২০০ টাকার নোট বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছে। গত ছয় মাস ধরে এই প্রক্রিয়া এখনো চলে যাচ্ছে। আসলে ২০০ টাকার নোট বাজারে বৃদ্ধি পাওয়ায় নোটের প্রচুর ব্যবহারের কারণে নষ্ট হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় RBI।
এর পাশাপাশি চিন্তা দূর করতে RBI তরফে এও জানানো হয়েছে যে ২০০ টাকার নোট (RBI 200 Notes) বাতিল নিয়ে দেশবাসীর চিন্তার কোনো কারণ নেই। RBI তরফে এই নোট বাতিল নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। ফলে এখনো ২০০ টাকার নোট দেশে বৈদেশিক মুদ্রা হিসেবে বৈধ রয়েছে। তবে কারো কাছে যদি ২০০ টাকার নোট নষ্ট বা খারাপ অবস্থায় থাকে তাহলে তা ব্যাঙ্কে গিয়ে জমা করে নতুন নোট নিয়ে আসতে পারেন।
তবে শুধু ২০০ টাকার নোটই নয়, গত অর্থবর্ষে বাজার থেকে বহু ক্ষতিগ্রস্ত ৫০০ টাকার নোটও সরিয়ে ফেলা হয়। তবে ক্ষতিগ্রস্ত নোট সরিয়ে ফেলার পাশাপাশি নতুন নোটও বাজারে ছড়িয়ে দেওয়া হয়। খবর রয়েছে ২০০-৫০০ এর পাশাপাশি ছোটো নোট যেমন ৫ টাকার ৩.৭ কোটি, ১০ টাকার ২৩৪ কোটি, ২০ টাকার ১৪৯ কোটি, ৫০ টাকার ১৯০ কোটি এবং ১০০ টাকার ৬০২ কোটি টাকা প্রত্যাহার করা হয় বাজার থেকে।