Android 15 Scam: ফোন থেকেই আপনার তথ্য চুরি হয়ে যাচ্ছেনা তো! সাবধান করলো কেন্দ্র

Android 15 Scam: আইফোন ছাড়া অন্যতম জনপ্রিয় একটি মোবাইল সিস্টেম হল এন্ড্রোয়েড। একাধিক ভার্সনে আপগ্রেড হতে হতে এসে পৌঁছেছে এন্ড্রোয়েড ১৫ তে। এন্ড্রোয়েড ফোন ব্যবহারে আজই সতর্ক হতে হবে। এন্ড্রোয়েড ১৫ ব্যবহার করলে নিজের সমস্ত গোপন নথি চুরি যেতে পারে! হতে পারে একাধিক সাইবার সমস্যা সাফ জানিয়ে দিলো কেন্দ্র।

এর আগেও একবার ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সী রেসপন্স টিম এন্ড্রোয়েড ইউজারদের সাবধান করেছিল। এবার আবারও সাবধান করছে এই সংস্থা। জানানো হচ্ছে এন্ড্রোয়েড ১৫ (Android 15 Scam) ব্যবহারকারীদের তথ্য চুরির ঝুঁকি রয়েছে। সতর্কতা অবলম্বন না করলেই হতে পারে বিপদ। এন্ড্রোয়েড ব্যবহারকারী ফোন বা ট্যাবের একসেস যদি হ্যাকারদের কাছে পৌঁছে যায় তবে তার থেকে গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে আর্থিক ক্ষতির সমস্যাও দেখা দিতে পারে।

মোবাইল সকলের ব্যক্তিগত একটি গ্যাজেট। যা থেকে স্পর্শকাতর এবং গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে সহজেই। শুধু তাই নয় সফটওয়ার ক্র্যাশ হয়ে ফোন অকেজও হতে পারে। বারবার হ্যাং করার সমস্যাতো রয়েছেই। তথ্য চুরি হলে ফোন হাতে থাকলেও তার নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে। এবার এই বিষয়ে সাইবার সিকিউরিটি এজেন্সির তরফে জানানো হয়েছে যে এন্ড্রোয়েড ১২ বা ১৩-র তুলনায় ১৫ ভার্সনটি (Android 15 Scam) কম নিরাপদ এবং হাই রিস্ক বলে গণ্য করা হচ্ছে।

আরো পড়ুন: মোবাইলে ওটিপির দিন শেষ, সময়সীমা বেঁধে দিল ট্রাই

এর আগেও সাবধান করা হয়েছিল সরকারের তরফে। এবার আবারও সাবধান করলো সরকারি সংস্থা। জানা যাচ্ছে যেসব ব্যক্তি নিজেদের মোবাইলে বা ট্যাবে এন্ড্রোয়েড ১৫ (Android 15 Scam) ব্যবহার করেন তাদের তথ্য চুরির জন্য বড় ঝুঁকি রয়েছে। এই বিষয়ে সতর্ক না হলেই পড়তে হবে বিপদে।

জেনে নিন কি কি সাবধানতা অবলম্বন করতে হবে:

  1. যত দ্রুত সম্ভব ফোনের সফ্টওয়ার আপডেট করে নিতে হবে।
  2. গুগল প্লেস্টোর ছাড়া অন্য কোনো থার্ড পার্টি সোর্সের অ্যাপ ফোনে ডাউনলোড করবেন না।
  3. ডিভাইসে বিল্ট ইন সিকিউরিটি ফিচার সবসময় একটিভ রাখুন। এতে বিপদের আঁচ বোঝা যায়।
  4. ডিভাইসে দ্রুত চার্জ শেষ, অতিরিক্ত হ্যাং করার মতো কোনো সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *