Free TVS Scooters: হাতে মাত্র কয়েকটা দিন, বিনামূল্যে স্কুটার জেতার সুযোগ দিচ্ছে TVS

Free Scooters By TVS: বছর শেষ হতে হাতে গুণে আর কয়েকটা দিন। এই কদিনেই অবশ্য রয়েছে দুর্দান্ত অফার! চাইলে যেকেউ জিতে নিতে পারবে TVS-এর স্কুটার। TVS (Free TVS Scooters) তাদের ইলেকট্রিক স্কুটার গ্রাহকদের জন্য বছরের শেষে নিয়ে এলো দূর্দান্ত অফার। iQube-এর জন্য মিডনাইট কার্নিভাল শুরু করেছে। শোনা যাচ্ছে এই কার্নিভাল ডিসেম্বরের ১২ তারিখের রাত ১২টা থেকে পরের ২২শে ডিসেম্বর রাত ১১ টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলবে। অর্থাৎ বছর শেষের আগে দশ দিনের জন্য এই সুযোগ আনা হয়েছে। এই সময় iQube ইলেকট্রিক স্কুটারটির উপর থাকবে বিশেষ বিশেষ ছাড় ও সুবিধা।

১০ দিনের এই বিশেষ ক্যাম্পেইনে অফলাইনে প্রতিদিন একজন ভাগ্যবান ক্রেতা পাবেন সম্পুর্ণ বিনামূল্যে একটি iQube। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটি কেনা যাবে TVS (Free TVS Scooters) ওয়েবসাইট থেকে। এছাড়া শোরুমেও কিনতে পাওয়া যাচ্ছে এই ইলেকট্রিক বাইকগুলো। এছাড়াও জানা যাচ্ছে এই শরুমগুলি সব যায়গায় প্রতিদিন মধ্য উপার্জন কোরোনা।

অন্যান্য ক্রেতারা স্কুটার কিনলে নিশ্চিত ৩০,০০০ টাকার সুবিধা পাবেন। এছাড়া iQube স্কুটারটির ক্ষেত্রে বিশেষ সুবিধা হতো। দেওয়া হবে ৭ বছরে ৭০,০০০ কিলোমিটার বছরের ওয়ারেন্টি। এছাড়া রয়েছে ৫ বছরে ৫০০০০ কিলোমিটারের ওয়ারেন্টি। এক কথায় বলতে গেলে TVS (Free TVSScooters)-এর এই নতুন গান এবং ক্যাম্পেইন প্রথমদিন থেকেই সকলের নজরে।

আরো পড়ুন: দাম বাড়তে চলেছে মারুতি সুজুকির, নতুন বছরে খরচ বাড়ল কতটা

TVS (Free TVS Scooters) এর এই বাইকটি অনেক পরে নেওয়া। এর প্রাথমিক দাম রাখা হয়েছে ৮৯৯৯৯ টাকা, যা সর্বাধিক ১.৮৫ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। যা পুরো চার্জে সর্বাধিক ৭৫ কিলোমিটার যায়। এছাড়াও থাকছে ৩.৪ ওয়াট বা ৩.৫ ওয়াটের ওয়েদার শৃতি। এর সর্বচ্চো গতি হতে পারে ৭৫ কিলোমিটার পার ঘণ্টা।

TVS (Free TVSScooters)-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে এথের রিজটা, ওলা এসওয়ান এয়ার, আম্পেরে নেক্সাস, বাজাজ চেতক ইত্যাদি ইলেকট্রিক গাড়িগুলি। এর মধ্যে বাজাজ চেতক নতুন প্রজন্মের গাড়ি যা ২০শে ডিসেম্বর ২০২৪ সালে প্রকাশ পেতে চলেছে। অন্যদিকে রয়েছে হোন্ডা একটিভা যা আগামী বছর বাজারে আস্তে চলেছে। স্বল্প দাম এবং ব্যাটারি সহ দুর্দান্ত পারফরম্যান্স দেবে। তবে এটা নিয়মা। বর্তমানে বিশেষ অফারে iQube কে আরও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে যথেষ্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *