Chardham Rail Project: ভারতীয় রেলের নতুন চমক, এবার চারধাম ঘোরা হলো আরও সহজ

Chardham Rail Project: বছরের শুরুতেই সুখবর দিল ভারতীয় রেল। উত্তরাখণ্ডের কাছে ১০৫ কিলোমিটার লম্বা রেলওয়ে টানেলের কাজ চলার খবর সকলের জানা। ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ তৈরি করে বিশ্বকে তাক লাগিয়েছে আমাদের ভারত। এবার পরিকাঠামোগত বিরাট পরিবর্তন আসতে চলেছে বলে জানা যাচ্ছে। যার জন্য নির্মাণ হচ্ছে দেশের দীর্ঘতম রেল টানেল।

উত্তরাখণ্ডে তৈরি হওয়া ভারতীয় রেলের দীর্ঘতম টানেল তৈরির কাজ প্রায় শেষের পথে। জানা যাচ্ছে এই টানেল তৈরি সম্পূর্ণ হলে ঋষিকেশ থেকে কর্ণ প্রয়াগ পৌঁছানো যাবে (Chardham Rail Project) চোখের পলকে। এই নতুন রেল পথের কাজ চলছে উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত। এই দুই স্থানের মধ্যবর্তী ১২৫.২০ কিলোমিটার পথের ১০৫ কিলোমিটার রেলপথ গিয়েছে টানেলের মধ্যে দিয়েই।

সাধারণ ভাবে ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পৌঁছতে সড়ক পথে সময় লাগে ৭ ঘণ্টা। এবার ভারতীয় রেলের এই টানেল কাজ শেষ হলে মাত্র ২ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। সূত্রের খবর ইতিমধ্যেই ১৭টি টানেল নির্মাণ করা হয়েছে সর্বমোট ১২৫ কিলোমিটার বিস্তৃত এই রেল ট্র্যাকে। এর মধ্যে দেবপ্রয়াগ থেকে লচমেলি পর্যন্ত টানেলটি (Chardham Rail Project) সবচেয়ে দীর্ঘ যার দৈর্ঘ্য রয়েছে ১৫.১ কিলোমিটার।

আরও পড়ুন: সস্তায় পূর্ণ বিলাসিতা, বন্দে ভারত ট্রেনকে টেক্কা দিতে আসছে নতুন ট্রেন

এর সাথে পাহাড়ি পথ অতিক্রম করে পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেলের তরফে ৩৫টি সেতু নির্মাণ করা হয়েছে। ইকো ফ্রেন্ডলি প্রযুক্তি ব্যবহার করে তবেই এই টানেল তৈরি সম্ভব হয়েছে। ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে করে অত্যন্ত দ্রুততার সাথে টানেল ও স্টেশন তৈরির কাজ চলছে। টানেল তৈরির ক্ষেত্রে মোট ২১৩ কিলোমিটারের মধ্যে ১৭৬ কিলোমিটার টানেলের কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই।

এছাড়া ১১টি স্টেশন তৈরির কাজও চলছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে এই টানেলগুলোতে দুটো ভাগ থাকবে। প্রধান টানেলটির মধ্যে দিয়ে চলাচল করবে ট্রেন। অন্যটি সুরক্ষা টানেল হিসেবে তৈরি হচ্ছে। এই টানেলের নির্মাণ শেষ হলে দেরাদুন, টেহরি গাড়য়াল, পৌরি গাড়য়াল, রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলার বাসিন্দারা বিশেষ ভাবে উপকৃত হবেন। যার ফলে আরও অনেক কম সময়েই পৌঁছে যাওয়া যাবে চার ধামে (Chardham Rail Project)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *