Cheapest 7 Seater Car: বাজারে এসে গেল সবথেকে সস্তা সেভেন সিটার গাড়ি, রইল বিস্তারিত। আপনার কি বাজেট কম? অথচ পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে ঘুরতে বেরনোর মতো গাড়ি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের প্রতিবেদনে এমন কয়েকটি সেভেন সিটার গাড়ির (Cheapest 7 Seater Car) বিবরণ দেওয়া হল যা এক্কেবারে আপনার বাজেটের মধ্যেই। গাড়িগুলি দামের দিক থেকে সস্তা হলেও, সুযোগ-সুবিধার দিক থেকেও কিন্তু বেশ ভালো।
আপনি যদি কম দামে বেসিক সেভেন সিটার গাড়ির (Cheapest 7 Seater Car) খোঁজে থেকে থাকেন, তাহলে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে মারুতি সুজুকি ইকো। ৫.৩২ লক্ষ টাকার এই সেভেন সিটার গাড়িটিতে পেয়ে যাবেন ১.২ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন। এছাড়াও থাকছে সিএনজি অপশনও। আপনি পছন্দমত যে কোন মোডে গাড়িটি চালাতে পারেন। পেট্রোল মোডে চালালে ২০ কিমি প্রতি লিটার এবং সিএনজি মোডে চালালে ২৭ কিমি প্রতি কেজি মাইলেজ পেয়ে যাবেন।
এই সেভেন সিটার গাড়িটিতে (Cheapest 7 Seater Car) ব্যবহৃত ইঞ্জিনকে বেশ উপযোগী বলেই মনে করছে বিশেষজ্ঞরা। কারণ এই ইঞ্জিনটি যেকোনো আবহাওয়ায় সমানভাবে ব্যবহারযোগ্য। গাড়িতে বসার জায়গা নিয়ে তো আলাদা ভাবে কিছু বলারই নেই। ৭ জন ভালোভাবে বসতে পারবেন এই গাড়িতে। মোট ৩ টি সারিতে বসার জায়গা করা রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় সারিতে সবথেকে বেশি জায়গা রয়েছে বসার জন্য। জায়গা বেশি থাকার কারণে আপনি চাইলে অনেক পরিমান মালও বহন করতে পারবেন এই গাড়িতে করে।
আরো পড়ুন: মাত্র ১০০০/- এই পাওয়া যাবে নতুন এই ৪জি ফোন, Jio-এর নতুন ধামাকা!
আপনি যদি কম দামি অথচ স্টাইলিশ সেভেন সিটের গাড়ির (Cheapest 7 Seater Car) খোঁজ করে থাকেন তাহলে বেছে নিতে পারেন রেনল্ট ট্রাইবার। দামের দিক থেকে এই গাড়িটিও এক্কেবারে সস্তা মাত্র ৫.৯৯ লক্ষ টাকা। এই গাড়িতে ৯৯৯ সিসির একটি পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বসার জায়গা হিসেবে এখানে ৫ + ২ সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। অর্থাৎ ২ জন শিশু ও ৫ জন প্রাপ্ত বয়স্ক মানুষ অনায়াসে বসতে পারবেন এই গাড়িতে।
এমনিতে বসার জায়গার কোনো অভাব নেই গাড়িটিতে। তবে বুটে কিছুটা জায়গার অভাব হলেও হতে পারে। গাড়িটির মাইলেজও বেশ ভালো। ২০ কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যায় এই সেভেন সিটার গাড়িটিতে (Cheapest 7 Seater Car)। পাশাপাশি পাবেন ভালো সুরক্ষা ব্যবস্থাও। গাড়িটিতে বসানো হয়েছে ডুয়াল এয়ার ব্যাগ যা আপনার নিরাপত্তা সুনিশ্চিত করতে সহায়তা করে। এছাড়া পেয়ে যাবেন ৮ ইঞ্চির টাচ স্ক্রিন ইফোটেনমেন্ট সিস্টেম, অ্যাপেল কার্ড প্লে আরো কত কি!