Cheapest Recharge Plan: আজকাল যা যুগ পড়েছে তাতে যেকোনো বয়সের মানুষই মোবাইল ছাড়া অচল। বিশেষ করে দুর-দূরান্তে থাকা পরিবার-পরিজনদের খোঁজ-খবর নেওয়ার জন্য মোবাইলের গুরুত্ব অপরিসীম। আর আজকাল প্রায় সকলের কাছেই থাকে দুটি করে সিম। যার মধ্যে যেকোনো একটি সিম প্রাইমারি সিম হিসেবে ব্যবহার হয়ে থাকে। তবে সিম চালু রাখতে দুটো নাম্বারেই রিচার্জ করতে হয় যা বর্তমানে বেশ ব্যয় বহুল হয়ে পড়েছে গ্রাহকদের জন্য। আগে ১০ বা ২০ টাকার রিচার্জে কাজ মিটলেও এখন একটি শুনেই খরচ হয় ৩০০ টাকা।
তবে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলির এই জোরজুলুম আর বেশিদিন চলবেনা বলে জানা যাচ্ছে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি বা TRAI-এর তরফে নেওয়া হল কড়া ব্যবস্থা। এবার আর অতিরিক্ত মূল্যের রিচার্জ করতে হবেনা গ্রাহকদের। এর জন্য আসছে নতুন নিয়ম। এবার সস্তার রিচার্জ (Cheapest Recharge Plan) করার সুযোগ পাবে গ্রাহকরা। কি সেই নিয়ম চলুন জেনে নিই।
দেশে প্রায় ১২১ কোটি মানুষ মোবাইল ব্যবহার করেন যার মধ্যে সবাই যদিও ইন্টারনেট ব্যবহার করেননা। এবার এইসব গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত নিলো টেলিকম অথরিটি। TRAI-এর তরফে মোবাইল নেটওয়ার্কিং সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ১০ টাকা (Cheapest Recharge Plan) থেকে ৩৬৫ দিনের ভ্যালিডিটির রিচার্জ বাধ্যতামূলক করে দেওয়ার জন্য। এবার থেকে যাদের দুটি সিম তাদের জন্য শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জের সুযোগ দিতে বলা হয়েছে সংস্থাগুলিকে।
আরো পড়ুন: জানুয়ারিতে আসতে চলেছে সস্তার Redmi 5G স্মার্টফোন, সঙ্গে দুর্ধর্ষ স্পেসিফিকেশন
এর জন্য রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া থেকে শুরু করে বিএসএনএলের মতো সংস্থাগুলিকেও এই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। ইতিমধ্যেই স্টেক হোল্ডারদের সাথে বৈঠকে বসেছে ট্রাই। এরপর থেকেই সস্তার রিচার্জ প্ল্যান (Cheapest Recharge Plan) আনার পরিকল্পনা করছিল সংস্থাটি। বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানা গিয়েছে। জানা যাচ্ছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকরী হতে চলেছে। অর্থাৎ এর পরের সপ্তাহ থেকেই মোবাইল রিচার্জ হতে চলেছে আরও সস্তা।
এক নজরে TRAI-এর সব নির্দেশ:
- যারা সিমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেননা তাদের জন্য আলাদা করে সস্তায় ভয়েস এবং এসএমএস রিচার্জ প্ল্যান (Cheapest Recharge Plan) আনতে হবে।
- বাধ্যতামূলক ভাবে ১০ টাকার টপ আপ ভাউচার আনতে হবে।
- ৯০ দিনের রিচার্জের বদলে ৩৬৫ দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছে।