Site icon লোকাল সংবাদ

CLRI Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংস্থায়, একাধিক পদে হবে কর্মী নিয়োগ

CLRI Recruitment

Representative

CLRI Recruitment: সবেমাত্র ২০২৪ শেষ হয়ে নতুন বছর শুরু হয়েছে। এরই মধ্যে একেরপর এক কাজের বিজ্ঞপ্তি সামনে আসছে। দেশের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুযোগ দিচ্ছে একাধিক সরকারি এবং বেসরকারি সংস্থা। এবার কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর অধীনে সেন্ট্রাল লেদার ইনস্টিটিউটে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে। সম্প্রতি অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি সামনে এনেছে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের জন্য বিশদে আলোচনা করা হলো।

সংস্থা:

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ

প্রতিষ্ঠানের নাম:

সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (CLRI Recruitment)

পদের নাম:

  1. প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
  2. জুনিয়র রিসার্চ ফেলো
  3. প্রজেক্ট অ্যাসোসিয়েট
  4. রিসার্চ অ্যাসোসিয়েট

শূন্যপদ:

সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের (CLRI Recruitment) পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থাটি।

বয়সসীমা:

বিভিন্ন পদের জন্য আলাদা বয়সসীমা নির্ধারণ করা থাকলেও ২৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের সুখবর, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা:

কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ইনফরমেশন টেকনোলজি বা মাইক্রোবায়োলজিতে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা থাকলে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিওর রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করা যাবে। তবে সংস্থার (CLRI Recruitment) রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য বায়োটেকনোলজিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

পরীক্ষার দিন:

সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের (CLRI Recruitment) বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ এবং ২৯শে জানুয়ারি সরাসরি পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আলাদা করে জমা দিতে হবেনা আবেদন পত্র।

বেতন:

নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ২০,০০০ থেকে ৫৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

কাজের ধরন:

পদ অনুযায়ী চুক্তির ভিত্তিতে ৬ থেকে ১২ মাসের সময়সীমা ধরে নিয়োগ করা হবে কর্মী। বিশদে জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি পড়ার অনুরোধ রইলো।

Exit mobile version