CNG Pipe Factory: রান্নার গ্যাসের পাইপ কারখানায় বিনিয়োগ ১০০ কোটি, কাজ পেতে চলেছে ১২০০ মানুষ

CNG Pipe Factory: রান্নার গ্যাসের দামও অন্য সব জিনিসের মতো ধীরে ধীরে বেড়ে চলেছে। ইতিমধ্যেই সেই জন্য পাইপলাইন দিয়ে সস্তা গ্যাস পৌঁছে দেওয়ার ঘোষণা করে সরকার। আর সাধারণ মানুষ অপেক্ষা করছে সেই দিনেরই। জানা যাচ্ছে এই গ্যাস পাওয়া যাবে হোটেল রেস্তোরাঁয়ও। উদপাদনের কাজে এবং গাড়িতে ব্যবহারের জন্যও সহজ লভ্য হতে চলেছে এই গ্যাস। মূলত পাইপ দিয়েই গৃহস্থালির বাড়িতে পৌঁছে দেওয়া হবে রান্নার গ্যাস। এবার এই গ্যাস পৌঁছে দিতেই তৈরি করা হচ্ছে হাওড়ার জগৎবল্লভপুরে একটি কারখানা। দায়িত্ব নিচ্ছে করণ পলিমার নামক সংস্থা। জানা যাচ্ছে এই পলিথেলিন পাইপ প্রস্তুতকারী কারখানায় বিনিয়োগ হতে চলেছে ১০০ কোটি টাকা এবং সরাসরি কর্মসংস্থান হতে চলেছে ১২০০ মানুষের।

এদিন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্যামলাল আগরওয়াল বলেন CNG গ্যাস পরিবহনের জন্য (CNG Pipe Factory) পণ্যের মান পরীক্ষার জন্য ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে পাঠানো হয়েছে নমুনা। তাঁদের আশা আগামী চার মাসের মধ্যে মিলবে ফল। এরপরই শুরু হবে কারখানা তৈরির কাজ। আগামী বছরের শেষের থেকে উৎপাদন শুরু করতে পারে সংস্থাটি।

পলিমার একটি জলের পাইপ তৈরির সংস্থা। শ্যামলাল এই বিষয়ে জানান হাওড়ার রানীহাটি আমতা রুটে পলিমারের যে বর্তমান কারখানাটি রয়েছে তার পাশেই তৈরি হতে চলেছে এই CNG গ্যাস সরবরাহকারী পাইপ তৈরির কারখানাটি (CNG Pipe Factory)। এর জন্য প্রয়োজন আরও চার একর জমি। সব মিলিয়ে এক গুচ্ছ কাজ রয়েছে পলিমারের হাতে। মূলত রান্নার গ্যাস সরবরাহ করার জন্যই তৈরি হবে পাইপ। আর সেই জন্য ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে পাইপ তৈরির মাধ্যম।

আরো পড়ুন: এবার সহজেই গঙ্গা পারাপার করবে মালবাহী গাড়িও, বইবে রো রো ভেসেল

প্রথম প্রথম কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ (CNG Pipe Factory) করার কথা ভাবা হলেও সেই সময়সীমা ক্রমশ বাড়ানো হয়েছে। এই দায়িত্ব পেয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানি। গ্যাসের মূল পাইপলাইন বসবে উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত। আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে উর্জা গঙ্গা।

জানা যাচ্ছে মূল পাইপলাইন বসেছে নদীয়ার গয়েশপুর পর্যন্ত। এরপর থেকে প্রশাসনিক জটিলতা এবং জমির সমস্যা সহ একাধিক কারণে কাজ আটকে রয়েছে। এই মর্মে সংস্থার সাথে রাজ্যের শীর্ষ আধিকারিকদের বৈঠক হয়েছে দফায় দফায়। মূল পাইপ বসানোর কাজ শেষ হলে শাখা পাইপের মাধ্যমে বাড়িতে বাড়িতে পাইপ বসানোর কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *