Commodity Prices Increasing: এক লাফে অনেকটা বেড়ে গেল খুচরো মূল্য বৃদ্ধির পরিমাণ, কারণ খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের দেশের সবথেকে বড় সমস্যা। আবারো সেই সমস্যারই সম্মুখীন হতে হচ্ছে ভারতকে। মূল্যবৃদ্ধি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় এই বিষয় নিয়ে প্রতিনিয়ত আবেদন আসে সরকারের কাছে। সাধারণ মানুষের সবথেকে বড় দাবি এটাই। সরকারের তরফ থেকেও নানাভাবে চেষ্টা করা হচ্ছে মূল্য বৃদ্ধির পরিমাণ নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু কোনোভাবেই যেন তা সম্ভব হচ্ছে না। সম্প্রতি আবারও বৃদ্ধি পেল খুচরো দ্রব্য মূল্য বৃদ্ধির হার (Commodity Prices Increasing)।
খাদ্যদ্রব্যের দাম বাড়তেই দ্রুতগতিতে বেড়ে চলেছে খুচরো মূল্য বৃদ্ধির (Commodity Prices Increasing) পরিমাণ। কিছুদিন আগে পর্যন্ত খুচরো মূল্য বৃদ্ধির হার ছিল ৪% এর কম। খাদ্য দ্রব্যের দাম বাড়ার পর এক লাফে সেই হার পৌঁছেছে ৬ শতাংশের কাছাকাছি। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে খুচরো মূল্য বৃদ্ধির হার বেড়ে হয়েছে ৫.৪৯ শতাংশ।
আগস্ট মাসে খুচরা মূল্য বৃদ্ধির (Commodity Prices Increasing) হার ছিল মাত্র ৩.৬৫ শতাংশ। অথচ সেপ্টেম্বর মাসে তা বেরে হয়েছে ৫.৪৯ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খুচর মূল্য বৃদ্ধির সার্বিক হার বেড়েছে প্রায় দুই শতাংশের কাছাকাছি। যা ভারত বাসীর জন্য মোটেও সুখকর নয়। যদিও বিশেষজ্ঞদের মতে খুচরা মূল্য বৃদ্ধির হার তুলনামুলক নিয়ন্ত্রণেই আছে। তার অবশ্য যুক্তিযুক্ত ব্যাখ্যাও দিয়েছেন। ২০২৩ সালে খুচরা মূল্য বৃদ্ধির হার তুলনামূলক অনেক বেশি ছিল। আগের বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় এই বছর খুচরো মূল্য বৃদ্ধির হার তুলনামূলক অনেকটাই কম।
আরো পড়ুন: পাকিস্তানে ভারতীয় বিদেশমন্ত্রী, প্রায় ৯ বছর পর সৌজন্য বিনিময় মাত্র ২০ সেকেন্ডে
২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে খুচরো মূল্য বৃদ্ধির (Commodity Prices Increasing) হার ছিল অনেকটাই বেশি। গত বছর সেপ্টেম্বর মাসে এই হার ছিল প্রায় ৭.৪১ শতাংশের কাছাকাছি। অক্টোবর মাস থেকে খুচরো মূল্য বৃদ্ধির হার একটু একটু করে কমতে শুরু করে। অক্টোবর মাসে এই হার কমে দাড়ায় ৬.৭৭ শতাংশে। যা এ বছরের তুলনায় প্রায় এক শতাংশ বেশি। গত বছর সেপ্টেম্বরে উপভোক্তা মূল্য সূচক ছিল ৫.০২ শতাংশ। বিশেষজ্ঞদের মতে গতবারের মতন এই বছরও অক্টোবর মাসে খুচরা মূল্য বৃদ্ধির পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।
খুচরো মূল্য বৃদ্ধির পরিমাণ নিয়ন্ত্রণে আনতে চাইলে সবার আগে খাদ্যদ্রব্যের দাম কমাতেই হবে। যতক্ষণ না পর্যন্ত শস্য, সব্জি বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম কমানো হচ্ছে ততদিন খুচরো মূল্য বৃদ্ধির (Commodity Prices Increasing) পরিমাণ কমানো সম্ভব নয়। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ এর আগস্ট মাসে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির পরিমাণ ছিল ৫.৬৬ শতাংশ। যা সেপ্টেম্বর মাসে বেড়ে হয়েছে ৯.২৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির পরিমাণ বেড়েছে প্রায় ৪ শতাংশের কাছাকাছি। অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে তার সরাসরি প্রভাব পড়তে পারে শেয়ার বাজারেও।