Chenab Bridge: ভারতের চেনাব ব্রিজকে ঘিরে চীনের ষড়যন্ত্র, কাজে লাগানো হলো পাক গুপ্তচরদের

Chenab Bridge: ভারতের চেনাব ব্রিজকে ঘিরে চীনের ষড়যন্ত্র, কাজে লাগানো হলো পাক গুপ্তচরকে। ভারতের পক্ষ থেকে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। যার নাম চেনাব রেল সেতু। এই রেল সেতুকে ঘিরেই চলছে ষড়যন্ত্রের পরিকল্পনা। একদিকে পূর্ব লাদাখ থেকে সেনা তুলে নিয়েছে চীন। বোঝাতে চাইছে ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক তারা বজায় রাখতে চায়। অপরদিকে পাক গুপ্তচরদের কাজে লাগিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে চেনাব ব্রিজ সম্পর্কে। সেই ব্রিজকে ঘিরেই ভারতকে বিপদে ফেলার চেষ্টা করছে চীন। চীনের এই দুমুখো সাপের মতো আচরণ দেখে সতর্ক হল ভারত।

বিশ্বের সর্বোচ্চ রেল সেতু হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারতের চেনাব ব্রিজ (Chenab Bridge)। এই ব্রিজটি বর্তমানে গোটা বিশ্বের নজরে রয়েছে। এই ব্রিজকে কেন্দ্র করেই ভারত আক্রমণের পরিকল্পনা করছে চীন। কাজে লাগানো হচ্ছে পাক গুপ্তচরদের। গোপন সূত্রে পাওয়া এই তথ্য অনুযায়ী পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে কাজে লাগিয়ে ভারতের চেনাব ব্রিজ সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। শুধু পাকিস্তানি গুপ্তচরদের উপর ভরসা করে বসে নেই তারা। চীনের সবথেকে বড় গুপ্তচর সংস্থাও ভারতের চেনাব ব্রিজ সম্পর্কে নিজেদের মতন করে খোঁজ খবর চালাচ্ছে।

চিনের বন্ধুত্বপূর্ণ আচরণে একটুও ভরসা জাগেনি ভারতের মনে। উপরন্ত চীন ও পাকিস্তানের মিলিত কার্যকলাপের কারণে রীতিমতো সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। চীন ও পাকিস্তান উভয়ের গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারত। চেনাব ব্রিজ (Chenab Bridge) এবং নদীর সংলগ্ন এলাকার উপর নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছে ভারত সরকার। পর্যাপ্ত নিরাপত্তা এজেন্সিকে এই বিষয়ে সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ভারতীয় রেলের সবচেয়ে অপরিষ্কার ট্রেন, দেখলে গা গুলিয়ে উঠতে বাধ্য

চেনাব ব্রিজ (Chenab Bridge) ভারতের জন্য আরও একটি ইতিহাস হতে চলেছে। জম্মু-কাশ্মীরে চেনাব নদীর উপরে তৈরি করা হয়েছে বিশ্বের সবথেকে উঁচু রেল সেতু। এটিকে চেনাব রিভার বেড থেকে ৩৫৯ মিটার অথবা ১১৭৮ ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও প্রায় ৩৫ মিটার উঁচুতে অবস্থিত এই সেতুটি। এই সেতু ঘিরে চীন ও পাকিস্তানের কৌতূহলী হবার যথেষ্ট কারণ রয়েছে। কারণ এই সেতুটির সাহায্যে চীন ও পাকিস্তান বর্ডারে পৌছানো যাবে খুব সহজে।

তাই চীন এবং পাকিস্তান উভয়েরই আতঙ্কিত হবার যথেষ্ট কারণ রয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই রেল সেতুকে ব্যবহার করে যদি চীন অথবা পাকিস্তানের সীমান্ত এলাকায় পৌঁছে যেতে পারে তাহলে তাদের জন্য এটা মোটেও সুখকর হবে না। তাই এই ব্রিজ সম্পর্কে খোঁজখবর নেওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। প্রায় ২০ বছর ধরে এই রেল সেতু তৈরির কাজ চলেছে। সেতুটি তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। ভারতীয় রেল পরিষেবার তরফ থেকে ট্রায়াল রানও করা হয়েছে চেনাব রেল সেতুর (Chenab Bridge) উপরে। সেই ছবি প্রকাশ করেছেন স্বয়ং বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *