Yograj Singh: ভারতীয় ক্রিকেট-অভিনেতা যোগরাজ সিং তার বিস্ফোরক বক্তব্যের জন্য বরাবরই বিতর্কে জড়িয়েছেন। হিন্দি ভাষাকে বিদ্রুপ থেকে শুরু করে নারী বিরোধী মন্তব্য সব কিছুরই কেন্দ্রীয় চরিত্র যুবির বাবা, যোগরাজ সিং। ভারতের হয়ে টেস্ট এবং ছটি একদিনের ম্যাচ খেলেছিলেন যোগরাজ সিংহ (Yograj Singh)। পাঞ্জাবি ছাড়াও একাধিক হিন্দি ও তামিল সিনেমাতে অভিনয় করেছেন তিনি। তবে সম্প্রতি তিনি বলেছেন, ক্রিকেট অধিনায়ক কপিল দেব নাকি একসময় তাকে উত্তরাঞ্চল দল থেকে বাদ দিয়েছিলেন। এর পরই নাকি রাগে তিনি পিস্তল নিয়ে কপিলের বাড়িতে যান। কিন্তু কপিল বাইরে আসার সময় তার সাথে তার মা উপস্থিত ছিল।
যোগরাজ নাকি তখন বলেছিলেন যে, তাকে মারার ইচ্ছা ছিল। কিন্তু তার মা রয়েছেন বলে চলে সে চলে যাচ্ছে। যোগরাজের এরকম বিতর্কিত বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে। কপিল দেবকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি যোগরাজকে প্রথমে চিনতেই পারেনি। যোগরাজ যুবরাজের বাবা এটা বলার পর কপিল তখন বলেন, “আচ্ছা”। এছাড়া তার আর কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।
নারী ক্ষমতায়নের বরাবরই বিরোধী যোগরাজ সিংহ (Yograj Singh)। তার সাক্ষাৎকারে তিনি নারীদের ক্ষমতা নিয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করেন। তিনি বলেছেন যে, আপনি যদি আপনার স্ত্রীকে ক্ষমতা দেন, তা হলে আপনার বাড়ি ধ্বংস করে দেবে। এমনকি ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্ব নিয়েও বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন যোগরাজ।
আরও পড়ুন: ইডেনে এবার আইপিএল ধামাকা, বাড়তি ২ ম্যাচ সহ থাকছে ২টি মেগা ইভেন্ট
হিন্দি ভাষার প্রতিও তার চরম অনীহা। তার মতে হিন্দি হল একটি মেয়েলি ভাষা। একজন প্রকৃত পুরুষের আদর্শ ভাষা হওয়া উচিত পাঞ্জাবি। নিজের ছেলের সম্পর্কেও বেশ কিছু কথা বলতে শোনা গেল যোগরাজ সিংহকে (Yograj Singh)। তিনি দাবি করেন ব্যাটার হিসাবে যুবরাজের থেকে অনেক ভালো তিনি। তার ছেলে যদি তার মতো দশ ভাগ পরিশ্রম করতো তাহলে অনেক ভালো জায়গায় যেতে পারতো।
যোগরাজের এই মন্তব্যের পরেই নিন্দার ঝড় উঠেছে সমালোচক মহলে। ২০১১ সালে দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেখানে যুবরাজের অবদান ছিল অনস্বীকার্য। ব্যাট হাতে ৯০. ৫০ গড় রানে তিনি নটি ম্যাচ খেলে মোট ৩৬২ রান করেছিলেন। বিশেষজ্ঞদের মতে, ক্যান্সার জয়ী যুবরাজের সাথে ছটি একদিনের ম্যাচে এক রান করা যোগরাজের কোন তুলনাই চলেনা।