Tata Group: ২০২৪ এর ৯ই অক্টোবর রতন টাটার প্রয়াণ হয়, এরপর নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন রতন টাটার প্রয়াণের পর এইবার কী হবে? টাটা গোষ্ঠীকে নিয়ে এবার কারা এগিয়ে যাবেন? আদৌ কি আর সম্ভব হবে টাটা গোষ্ঠীর উন্নতি? এই নিয়ে মানুষের মনের মধ্যে যখন নানান রকম প্রশ্ন দানা বেঁধেছে তখনই সামনেখানে চলে এলো সত্যি।
রতন টাটার সৎ ভাইয়ের নাম নোয়েল টাটা (Tata Group)। তার দুটো মেয়ে মায়া টাটা ও লিয়া টাটা। রতন টাটার ট্রাস্টের অংশ SRTII ট্রাস্ট। যা টাটা সন্সের দুই প্রধান শেয়ারহোল্ডারের মধ্যে অন্যতম। সম্প্রতি এই SRTII ট্রাস্ট থেকে বোর্ড অব ট্রাস্টির দুই সদস্য আরনাজ কোটওয়াল ও ফ্রেড্ডি তালাতি সরে যাচ্ছেন। তাদের ছেড়ে যাওয়া জায়গাতে অর্থাৎ বোর্ড অব ট্রাস্টিতে জয়েন করছেন নোয়েল টাটার দুই মেয়ে মায়া ও লিয়া।
নোয়েল টাটার পুত্র নেভিল বোর্ড অব ট্রাস্টির সদস্য হয়ে গিয়েছেন অনেক আগেই। টাটা গ্রুপ (Tata Group) এ SRTII ট্রাস্টির তিনটি পদেই এখন রয়েছেন নোয়েল টাটার তিন সন্তান। যদিও তারা স্যার রতন টাটা ট্রাস্ট ও স্যার দোরাবজি টাটা ট্রাস্টের সদস্য হতে পারেন নি। অন্যদিকে এসআরটিআইআইর বোর্ড অব ট্রাস্টিতে নোয়েল টাটার দুই মেয়ে মায়া ও লিয়াকে অন্তর্ভুক্ত করতে আরনাজকে পদত্যাগ করতে বলা হয় আর তারপরেই টাটা সমষ্টির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।
আরো পড়ুন: আইএএস হওয়ার স্বপ্ন ছেড়ে সন্ন্যাসিনী হলেন মেয়ে, মহাকুম্ভে মেয়েকে দান করল মা-বাবা নিজে!
বিদায়ী ট্রাস্টি আরনাজ কোটওয়ালকে পদত্যাগ করতে বলা হলে তিনি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন। নিজের যাবতীয় অসন্তোষ প্রকাশ করে তিনি একটি চিঠি লেখেন আর সেই চিঠি থেকেই প্রকাশ্যে আসে টাটা গ্রুপের (Tata Group) অন্তর্দ্বন্দ্ব। এই নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি অন্য ট্রাস্টিদের তিনি চিঠি দিয়েছেন। কী লিখলেন তিনি এই চিঠিতে?
এই চিঠিতে আরনাজ কোটওয়াল লিখেছেন, “আমি এখন দুবাইয়ে রয়েছি। আমার সঙ্গে কোনও কথা না বলেই পদত্যাগ করতে বলা হয়। আমি অবাক হয়ে যাচ্ছি, বোর্ড অব ট্রাস্টির অন্য সদস্যরা এই নিয়ে আমাকে কিছু বলেননি।” প্রসঙ্গত উল্লেখ্য, ভবিষ্যতে টাটা গ্রুপকে (Tata Group) উন্নতির পথে নিয়ে যেতে এবং নতুন দিশা দেখাবার জন্য তৈরি করতেই মায়া ও লিয়াকে এসআরটিআইআইর বোর্ড অব ট্রাস্টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে পরিকল্পিতভাবে- এমনটাই জানা যাচ্ছে বিশ্বস্ত সূত্র মারফত।