CU Recruitment: বছরের শুরুতেই আবারও কর্ম খালির বিজ্ঞপ্তি প্রকাশ। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এলো সুখবর। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই শিক্ষক নিয়োগের কথা ভাবছে সংস্থাটি। জানা যাচ্ছে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীদের আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন।
প্রতিষ্ঠানের নাম:
কলকাতা বিশ্ববিদ্যালয় (CU Recruitment)
পদের নাম:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করতে চলেছে সংস্থাটি।
বিভাগ:
মূলত তিনটি বিভাগে শিক্ষক নিয়োগ করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (CU Recruitment 2025) যথা:
১. পেট্রোকেমিক্যালস অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারি ইঞ্জিনিয়ারিং
২. ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফাইন কেমিক্যাল টেকনোলজি
৩. কেমিক্যাল ইঞ্জিনয়ারিং
শূন্যপদের সংখ্যা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU Recruitment) তরফে মোট ০৩টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে।
কাজের ধরন:
জানা যাচ্ছে চুক্তির ভিত্তিতে কর্মিনিয়োগ করবে সংস্থাটি।
বয়সসীমা:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ে (CU Recruitment) অধ্যাপক পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতন:
নির্বাচিত প্রার্থীদের মাসে ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে আসতে চলেছে বড়সড় রদবদল
শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি বা সমতুল্য কোনো বিষয়ে এমটেক ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতার মাপকাঠি জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
আবেদন পদ্ধতি:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে (CU Recruitment) অধ্যাপক পদে আবেদনের জন্য আগ্রহীদের আবেদন পত্র, জীবনপঞ্জি, কভার লেটার এবার অন্যান্য প্রয়োজনীয় নথি সহ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
সময়সীমা:
আগামী ২০শে জানুয়ারি আবেদনের শেষ সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রার্থীদের এই তারিখের আগে আবেদন সম্পন্ন করতে হবে।