বর্তমানে রান্নার গ্যাস প্রয়োজন প্রত্যেকটি মানুষেরই, তার ওপর এতে যদি পাওয়া যায় বাড়তি সুবিধা তাহলে তো কথাই নেই। যেসব মানুষেরা এলপিজি গ্যাস ব্যবহার করে থাকেন তাদের জন্য রয়েছে দুর্দান্ত সংবাদ। এবার এসে গেল ভারতের প্রথম এলপিজি এটিএম পরিষেবা। শুনতে অবাক লাগলেও কথাটি কিন্তু একেবারে সত্যি। কোথায় চালু হচ্ছে এই পরিষেবা? আপনার শহরেও কি পাওয়া যাবে এই বিশেষ পরিষেবা? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়বেন।
ভারত গ্যাস রাজধানী দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫’-এ দেশের প্রথম এআই-সক্ষম এলপিজি এটিএম পরিষেবা চালু করেছে। এর ফলে গ্রাহকেরা কি বাড়তি সুবিধা পাবে চলুন জেনে নিই। অ্যানি টাইম গ্যাস সিলিন্ডার’ (এটিজি) চালু হওয়ার পর, ভারত গ্যাসের গ্রাহকদের আর সিলিন্ডার পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না তারা নিজেদেরকে নিজেরাই জোগাড় করতে পারবে। এই বিশেষ পরিষেবার ফলে গ্রাহকরা যেকোন সময় গ্যাস সিলিন্ডার ভেন্ডিং মেশিনে যেতে পারবেন এবং কোনরকম সমস্যা ছাড়াই নিজেদের গ্যাস নিজেরাই সংগ্রহ করতে পারবে।
সংবাদমাধ্যমের সামনে এলপিজি বিজনেস হেড টিভি পান্ডিয়ান জানিয়েছেন যে ভারত গ্যাসের এই এলপিজি এটিএম পরিষেবাটি বর্তমানে বেঙ্গালুরুতে পাইলট পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে হয়তো এই বিশেষ প্রকল্পটি চালু হবে রাজধানী দিল্লি, জয়পুর এবং মুম্বাইতে। এই ধরনের অভিনব পরিকল্পনা করা হচ্ছে। তিনি এই অনুষ্ঠানে আরও বলেন যে, উদ্ভাবনী এটিএম মেশিনের মাধ্যমে গ্রাহকরা সরাসরি এলপিজি গ্যাস তুলতে পারবেন।
আরও পড়ুন: এবার আইপিএল দেখুন সম্পূর্ণ বিনামূল্যে, সুযোগ দিচ্ছে জিওহটস্টার
‘ইন্ডিয়া এনার্জি উইক’ এক্স-এ অ্যানি টাইম গ্যাস সিলিন্ডার (এটিজি) সম্পর্কিত যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, গ্যাস সিলিন্ডার রিফিল করার একটি প্রক্রিয়া দেখানো হয়েছে। এই কাজ কিভাবে সম্ভব সকলের মাথায় এই প্রশ্ন আসবে। ভারত গ্যাসের গ্রাহকরা খালি সিলিন্ডার নিয়ে ‘ভারত গ্যাস ইন্সটা’ কেন্দ্রে গিয়ে যেকোনো সময় তাদের সিলিন্ডার রিফিল করতে পারবেন। ভারত গ্যাসের গ্রাহকেরা পাবে এই বিশেষ এলপিজি এটিএম পরিষেবা।
প্রথমে গ্রাহককে তার খালি সিলিন্ডারটি মেশিনের ওজন স্কেলে রাখতে হবে, এরপর এআই এর সাহায্যে, মেশিনের চারপাশে স্থাপিত এআই সক্ষম ক্যামেরাগুলি সিলিন্ডারটি পরীক্ষা করবে। আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করে এই বিশেষ পরিষেবা পাবে ভারত গ্যাসের গ্রাহকেরা। যদি সিলিন্ডারটি সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে গ্রাহক মেশিনের স্ক্রিনে সিলিন্ডারের বৈধতার একটি বার্তা পাবেন। গ্রাহককে তারপর সিলিন্ডারটি তুলে এমটি চেম্বারে রাখতে হবে। চেম্বারে সিলিন্ডারটি রাখার পর গ্রাহককে তার তথ্য পর্যালোচনা করে টাকা প্রদান করতে হবে। অর্থ প্রদানের পরে, গ্রাহক চেম্বার থেকে তার নতুন সিলিন্ডার পাবেন।