Cyclone Kong Re: আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ৩০০ কিমি বেগে আছড়ে পড়তে পারে উপকূলে

Cyclone Kong Re: আয়লা, ফনি, ইয়াশ, ডানার মতো একাধিক ঘূর্ণিঝড় বারবার আছড়ে পরে বিধ্বংসী লিলা দেখিয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোকে কার্যত ধ্বংসলীলার ক্ষেত্র তৈরি করে ঝড়গুলি। গত এক বছরে একাধিক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলা সহ অন্য সব রাজ্যের উপকূলের অঞ্চলগুলোতে। ঘর-বাড়িহীন উপকূলের মানুষগুলোর ক্ষেত্রে দুর্দিন যেনো শেষ হয়না। ডানা যাওয়ার এক মাসও হয়নি এরই মধ্যে আবারো একটি ঘূর্ণিঝড় আসছে জানালো আবহাওয়া দপ্তর।

শুধু সাইক্লোন বললে ভুল বলা হবে বরং একে সুপার সাইক্লোন বলা যেতে পারে। এর আগের সমস্ত ঘূর্ণিঝড়ের গতিবেগের প্রায় তিন গুণ গতিবেগ নিয়ে আছড়ে পড়তে চলেছে এই নতুন ঘূর্ণিঝড় কং রে। পূর্বাভাস অনুযায়ী জানলে অবাক হবেন এবার এই ঘূর্ণিঝড়ের গোত বেগ হতে পারে ঘণ্টায় ৩০০ কিলোমিটার। ওড়িশা ও বাংলার উপকূলে কিছুদিন আগেই বয়ে গেছে দুর্ধর্ষ ঘূর্ণিঝড় ডানা। কার্যত জনজীবন লণ্ডভণ্ড করে দিয়েছে ডানা। এখনও স্বাভাবিক জীবনে ফেরার আগেই আবারও অশনি সংকেত দিলো আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আবারও নতুন ঘূর্ণিঝড় আসতে চলেছে।

তবে এর ধ্বংস ক্ষমতা সম্পর্কে শুনলে ভয় দানা বাঁধবে আপনার মনেও।এই সুপার টাইফুন সম্পর্কে আবহাওয়া দপ্তর জানিয়েছে মানুষকে তীব্র সতর্ক থাকতে হবে। এর ভয়াবহতা কতটা হবে তার জন্য এর গতিবেগটি মনে রাখতে হবে। ১০০ বা ২০০ নয় বরং ৩০০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই টাইফুন কং রে (Cyclone Kong Re)। কবে এবং কোথায় এটি আছড়ে পড়বে জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়তে হবে।

আরো পড়ুন: দুই বিদেশি পর্যটকের সাথে ইংরেজিতে কথোপকথন রিকশা চালকের! ভাইরাল ভিডিও

তবে এখানে এক মাত্র স্বস্তির খবর হলো এই ভয়ানক সুপার টাইফুনটি ভারতে নয় আছড়ে পড়তে চলেছে তাইওয়ানে। ভারতের মতো ওই দেশটিও উপকূলীয় দেশ হওয়ায় একাধিক সাইক্লোন আছড়ে পড়ে। একই ভাবে কিছুদিন আগেই তাইওয়ানে প্রাকৃতিক দূর্যোগ ও বন্যা হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছিল। এখানেই তাদের ভোগান্তির শেষ নয় এবার ছুটে আসছে কং রে (Cyclone Kong Re)। ইতিমধ্যেই ওই দেশে তীব্র সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে সরকারের তরফে। প্রশাসনও সতর্ক থাকছেন। তবে কতটা সামাল দেওয়া যাবে তাই নিয়ে উদ্বিগ্ন সকলেই।

আসন্ন এই সুপার টাইফুন কং রে-এর (Cyclone Kong Re) আতঙ্কে জড়োসড়ো অবস্থা শুরু হয়েছে তাইওয়ানে। রাস্তাঘাট থেকে দোকান সবকিছুই ইতিমধ্যে শুনশান হয়ে রয়েছে। বিমান ও ট্রেন চলাচল বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে তাইওয়ানে লকডাউন ঘোষণা করেছে সরকার। জানা যাচ্ছে তাইওয়ানের স্থানীয় সময় অনুযায়ী দুপুর দুটোর সময় ঝড়টি তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *