Cyclone Update: নভেম্বরের শুরুতেও ঘরে ঘরে পাখা চালাতে হয়েছিল। কিন্তু মাসের মাঝামাঝি থেকে অল্প অল্প করে হিমেল হাওয়া বইতে শুরু করে। যার ফলে শীতের আমেজ শুরু হয়ে গেছে বললেই চলে। তবে এই শীতের আমেজে নাকি বাধা পড়তে চলেছে। আর এই বাধা সৃষ্টি করতে চলেছে নতুন ঘূর্ণিঝড় নাম ফেনজল। ফেনজলের কারণে বৃষ্টির পূর্বাভাসা রয়েছে মাসের শেষের দিকে। তবে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব (Cyclone Update) কতটা তা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কলকাতার তাপমাত্রা আজ ২৫.২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের পূর্বাভাস সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৯.৮৩ °C এবং ২৮.৫৩ °C নির্দেশ করে৷ আপেক্ষিক আর্দ্রতা ৪৯% এবং বাতাসের গতিবেগ ৪৯ কিমি/ঘন্টা। সূর্য সকাল ০৫:৫৮ এ উঠে এবং ০৪:৫১-তে অস্ত যাবে। আগামীকাল, ৩০শে নভেম্বর কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২০.৯°C এবং ২৬.৭২ °C হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ আজকের পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থাকবে।
ভারতের আবহাওয়া বিভাগ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে একটি গভীর নিম্নচাপের তৈরির পূর্বাভাস দিয়েছে। এই নিম্নচাপের ফলে চেন্নাই এবং পুদুচেরিতে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ৬৫ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়টির (Cyclone Update) নাম দেওয়া হয়েছে ফেনজল। বঙ্গোপসাগরের এই ঝড়টি উত্তর অন্ধ্র প্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে বলে আশঙ্কা করা হয়েছে।
আরো পড়ুন: শীতের মরশুম এসে গেছে, কবে দেখা মিলবে জয়নগরের মোয়ার!
তবে এখন অব্দি যোজনা গিয়েছে তাতে বাংলায় তেমন একটা প্রভাব ফেলতে পারবে না এই ঘূর্ণিঝড়। ঝড়টির অভিমুখ তামিলনাড়ুর দিকে কিন্তু সপ্তাহ শেষে তাপমাত্রা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর সহ দুই দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়টির (Cyclone Update) জন্য। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এসমস্ত নদীমাতৃক এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরার জন্য সমুদ্রের নামা বারণ।
বর্তমান আবহাওয়াতে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকবে। তবে এই কুয়াশা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাবে। যেহেতু ঘূর্ণিঝড়ের অভিমুখ তামিলনাড়ুর দিকে। তাই তামিলনাড়ু সহ শ্রীলঙ্কাতে মৎস্যজীবীদের সমুদ্রে নামা বারণ করা হচ্ছে।