DA Hike in 2025: শুরু হয়েছে নতুন বছর। দেখতে দেখতে ২০২৪ শেষ করে ২০২৫-শে পা পড়ল। আরোও একটা নতুন ক্যালেন্ডার। নতুন বছরের প্রথম সুখবর হিসেবে ভারতীয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশার শেষ নেই। অপেক্ষা শুধু অষ্টম পে কমিশন লাগু হওয়া এবং মহার্ঘ্য ভাতা বৃদ্ধি। প্রত্যেক বছরে নিয়ম করে দুই বার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। যার ফলে কিছুটা হলে বেতনও বৃদ্ধি পায় কর্মীদের।
তবে অষ্টম পে কমিশন ঠিক কবে লাগু হবে এই বিষয়ে কোনো সবুজ সংকেত মেলেনি ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফে। তবে কেন্দ্র সরকার যে আর কিছু দিনের মধ্যেই তাঁর কর্মীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (DA Hike in 2025) করতে চলেছে এই বিষয়ে ইঙ্গিত মিলেছে। তাই সকলের মধ্যেই উদ্বেগের সৃষ্টি হয়েছে যে এবার কত শতাংশ বাড়বে মহার্ঘ্য ভাতা? কতটাই বা বাড়তে চলেছে কর্মীদের বেতন। তাই আপনিও যদি কেন্দ্রীয় সরকারি কর্মী হয়ে থাকেন তবে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন বিশদে।
বর্তমানে লাগু রয়েছে সপ্তম পে কমিশন। যার আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ্য ভাতার সংশোধন হতে চলেছে ২০২৫ (DA Hike in 2025) সালের জানুয়ারিতেই। তবে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণায় আরও কিছুটা দেরি হতে পারে বলে জানা যাচ্ছে। কারণ DA বৃদ্ধির ক্ষেত্রে চূড়ান্ত গণনার জন্য ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই সময় পর্যন্ত সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক তথ্যের জন্য অপেক্ষা করতে চাইছে ভারতীয় কেন্দ্রীয় সরকার।
আরো পড়ুন: বদলে গেলো LIC সংস্থার জনপ্রিয় পলিসির বয়সসীমা
AICPIN তথ্য অনুযায়ী বাড়ানো হয় ডিএ। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এর সূচক ১৪৪.৫ পর্যন্ত পৌঁছেছে যা মহার্ঘ্য ভাতা বাড়িয়ে ৫৫.০৫ শতাংশ করতে পারে। তবে অক্টোবরের সূচক নভেম্বর ও ডিসেম্বর নাগাদ পৌঁছে যেতে পারে ১৪৫.৩ পয়েন্টে। যদি তাই হয় তবে ২০২৫ সালে মহার্ঘ্য ভাতা বেড়ে দাঁড়াতে পারে ৫৬ শতাংশ। আবার বিশেষজ্ঞদের মতে ভারতীয় কেন্দ্রীয় সরকারি মহার্ঘ্য ভাতা নতুন বছরে বাড়তে পারে (DA Hike in 2025) ৫৭ শতাংশ পর্যন্ত।
মনে করা হচ্ছে আগামী কিছু মাসে ডিএ ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সাধারণত সরকার জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দুবার ডিএ বৃদ্ধি করে থাকে তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য। ছয় মাস অন্তর আসা AICPIN তথ্য অনুযায়ী DA নির্ধারণ করে থাকে ভারত সরকার। এবার জুলাই থেকে ডিসেম্বরের তথ্য পাওয়া গেলেই ২০২৫ সালে বৃদ্ধি হওয়া DA-এর (DA Hike in 2025) পরিমাণ জানা যাবে। তবেই চূড়ান্ত সময় ও পরিমাণ সম্পর্কে জানতে পারবেন কর্মীরা। ততদিন অবধি সেদিকেই নজর থাকবে সকলের।