Data Entry Recruitment: দার্জিলিং জেলায় ডাটা এন্ট্রি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। প্রতি মাসে ১৬ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। তবে শূন্য পদের সংখ্যা এখনো জানা যায়নি।
যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।
কিভাবে আবেদন করতে হবে? প্রার্থীদের প্রথমে darjeeling.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। ফিলাপের পর আবেদন পত্র ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন- ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ইত্যাদি) নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিটি ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ৩১ শে আগস্ট এর মধ্যেই প্রার্থীরা আবেদন (New Recruitment) করতে হবে।
আরও পড়ুন: অধ্যাপনায় আগ্রহীদের জন্য সুখবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে দারুন সুযোগ
স্নাতক ডিগ্রির পাশাপাশি, প্রার্থীদের (Data Entry Recruitment) কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে। এছাড়াও উইন্ডোজ সেভেন, এইট, টেন ও এম এস অফিস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
কম্পিউটার টেস্ট, ভাইভা, লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের (Data Entry Recruitment) নির্বাচন করা হবে। এক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।