OTP: মোবাইলে ওটিপির দিন শেষ, সময়সীমা বেঁধে দিল ট্রাই

OTP: মোবাইলে ওটিপির দিন শেষ, সময়সীমা বেঁধে দিল ট্রাই। আর মাত্র কয়েকটা দিন। তারপর আর আসবেনা ফোনে কোন ওটিপি। কিছুদিন আগেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল। এবার সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ট্রাই। ট্রাই এর দেওয়া নির্দেশ অনুযায়ী, ৩০ শে নভেম্বর ২০২৪ অর্থাৎ আজকের পর থেকে মোবাইলে আর কোন ওয়ান টাইম পাসওয়ার্ড নাও আসতে পারে। মোবাইল ফোন ব্যবহারকারীরা যে কিছুটা হলেও সমস্যায় পড়তে চলেছে তা বেশ বোঝা যাচ্ছে।

এবার প্রশ্ন উঠতেই পারে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল ট্রাই? ট্রাই এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির উদ্দেশ্যে নেওয়া হয়নি। উপরন্ত সাধারণ মানুষের সুরক্ষার্থেই নেওয়া হয়েছে। আর্থিক ক্ষতি আটকানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। ভুয়ো এসএমএস প্রতিরোধ করার জন্য বেশ কিছু নিয়মাবলী চালু করেছিল ট্রাই। কিন্তু অভিযোগ হচ্ছে এয়ারটেল, ভোডাফোন বা জিওর মতন টেলিকম সংস্থাগুলি সেই সমস্ত নিয়মাবলী মানছেন না। আর সেই কারণে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ট্রাই। টেলিকম সংস্থাগুলিকে নতুন নিয়মাবলী চালু করার জন্য সময় দেওয়া হয়েছে পয়লা ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

নতুন নিয়ম চালু হলে ফোনে যত প্রকারের ওটিপি (OTP) অথবা এসএমএস আসবে তার উৎস অনুসন্ধান করতে হবে টেলিকম সংস্থাগুলিকে। কোন প্রকার ভুয়ো এসএমএস ফোনে আসলে তাকে সাথে সাথে চিহ্নিত করতে হবে। শনাক্ত করা সম্ভব হলে সেই এসএমএসটিকে ব্লক করা হবে সংস্থার পক্ষ থেকে। কিন্তু যতক্ষণ না এই নিয়মাবলী চালু হচ্ছে ততক্ষণ সব প্রকারের ওটিপি আসা বন্ধ রাখবে ট্রাই।

আরো পড়ুন: এবার প্যান কার্ডের সাথে জুড়বে কিউআর কোড, সিদ্ধান্ত নিল মোদি সরকার

যদি কোন টেলিকম সংস্থা পহেলা ডিসেম্বরের মধ্যে এই পরিষেবা চালু করতে পারে তাহলে সেই টেলিকম সংস্থার গ্রাহকদের কোনরকম সমস্যায় পড়তে হবে না। তাদের ফোনে আগে যেমনভাবে ওটিপি (OTP) আসতো তেমনি আসবে। কিন্তু পয়লা ডিসেম্বর ২০২৪ এর মধ্যে আদৌ কোন টেলিকম সংস্থা এই পরিষেবা চালু করতে পারবে কিনা তা নিয়ে দেখা দিচ্ছে সংশয়। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি টেলিকম সংস্থাগুলি নিয়মাবলী চালু করতে না পারে তাহলে সমস্ত রকম এসএমএস অথবা ওটিপি আসা বন্ধ হতে পারে। ই-কমার্স বা ব্যাংকিং বা অন্য যে কোন ক্ষেত্রে ব্যবহৃত ওটিপিও ফোনে আর আসবে না। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।

ট্রাই এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদ্ধতি অবলম্বন করা বাধ্যতামূলক। কিন্তু এর জন্য ওটিপি সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। তবে তা সাময়িক। তবে হঠাৎ করে এই নিয়ম চালু করা হচ্ছে না। প্রতিটা টেলিকম সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল ৩০শে নভেম্বর অবদি এসএমএসের মাধ্যমে প্রত্যেকদিন সর্তকতা জারি করতে প্রতিটা গ্রাহকের উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *