RG Kar News: আর জি কর কান্ড নিয়ে সর্বত্রই চলছে প্রতিবাদ আন্দোলন। নির্যাতিতা চিকিৎসকের সঠিক বিচার পেতে চলছে রাত দখল, অনশন আন্দোলনের মিছিল। আর এই প্রতিবাদ চলাকালীন পরিস্থিতিতেই আর জি কর কান্ড নিয়ে নয়া অভিযোগ আনলেন তৃণমূল ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য। আর জি করে (RG Kar News) চলতো পর্ণচক্র। যার সাথে জড়িত চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সোশ্যাল মিডিয়া মাধ্যমে চিকিৎসক গোস্বামীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনলেন ছাত্রনেতা।
৯ আগস্ট ২০২৪-এ আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণ এবং হত্যা হয়েছেন এক তরুণী। আড়াই মাসের বেশি হয়ে গেলেও এখনো সঠিক বিচার পেল না তিলোত্তমা। সারা দেশজুড়ে চলছে আন্দোলন প্রতিবাদের মিছিল। চলছে হত্যাকান্ডের মামলা। আর এই আবহেই ফেসবুকে আর জি কর কান্ড (RG Kar News) নিয়ে চিকিৎসক গোস্বামীর বিরুদ্ধে পর্ন চক্রের অভিযোগ তুললেন দেবাংশু।
সম্প্রতিক ফেসবুকে একটি লেখা পোস্ট করলেন তৃণমূল ছাত্রনেতা দেবাংশ। যে পোস্টটে তিনি লিখেছেন যে ২০০১ সালের ২৫ শে আগস্ট আর জি কর মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় এক ছাত্রের ঝুলন্ত দেহ। চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন ওই সৌমিত্র বিশ্বাস। দেবাংশুর দাবি ওই সময়ে ওই হোস্টেলে সেক্স র্যাকেট চালাতেন এসএফআইয়ের নেতারা। তার কারণে আত্মঘাতী হন সৌমিত্র বিশ্বাস। আর এই ছাত্রের আত্মহত্যা ঘটনায় জড়িত রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। আর এই অভিযোগ উঠতেই শোরগোল সোশ্যাল মিডিয়াসহ রাজনৈতিক মহলে। তবে তৎক্ষণাৎ জবাব দিয়েছেন সুবর্ণ গোস্বামী। কি জানালেন তিনি?
আরো পড়ুন: অসুস্থ হয়ে পড়লেন এক অনশনকারী, ভর্তি করা হলো আরজি করের সিসিইউ বিভাগে
দেবাংশুর এই নয়া অভিযোগকে ষড়যন্ত্র এবং কুৎসা বলে উল্লেখ করেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। চিকিৎসক গোস্বামীর উক্তি আন্দোলনের মোড় ঘোরানোর জন্য তৃণমূলের রাজনৈতিক ষড়যন্ত্র এটি। আন্দোলনকে দমন করার জন্যই তারা এই ধরনের কুৎসা ছড়াচ্ছেন। শুধু তাই না পাশাপাশি দেবাংশুর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসক গোস্বামী।
তবে শুধু মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন তা নয়। চিকিৎসক গোস্বামী এই অভিযোগের উত্তরও দিয়েছেন, যেখানে নিজের কথায় নিজেই ফেঁসেছে তৃণমূল। চিকিৎসক জানিয়েছেন যে সিআইডি তরফে সৌমিত্র বিশ্বাসের হত্যার তদন্ত করা হয়েছিল। যেখানে কোনো এসএফআই নেতাদের নাম জড়িত হয়নি। অন্যদিকে এই ঘটনা বিষয়ে জেরা করতে ডাক পাঠানো হয়েছিল তৃণমূলে চার ঘনিষ্ঠ নেতাকে। চিকিৎসকের দাবি আর জি কর কান্ডের (RG Kar News) এই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করে SUCI-এর সংগঠনকে জড়িয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র তৃণমূলের।