Deceased Came Alive: কথায় আছে জন্মালেই তাকে মরতে হবেই। এই পৃথিবীর বুকে সব কিছুরই শুরু আর শেষ আছে। একই ভাবে পৃথিবীর প্রতিটি প্রানেরও রয়েছে জন্ম এবং মৃত্যু। পৃথিবীতে রোজ কত কোটি কোটি প্রাণের আবির্ভাব হচ্ছে আবার কত শত শত প্রাণের অবসানও ঘটছে। মানুষের জীবনও এর অন্যথা হয়না। মানুষ মারা যায় এরপর ধর্মমতে সম্পন্ন হয় তাদের শেষ ক্রিয়াও। তবে কখনও শুনেছেন মৃত মানুষ চিতায় তোলার পর পুনরায় বেঁচে উঠেছেন? আজকের প্রতিবেদনে সেরকমই একটি ঘটনা নিয়ে আলোচনা করা হলো!
এরকমই অবিশ্বস্যকর ঘটনা ঘটেছে বিহারের মুজফ্ফরপুরের মাধপুরের শ্মশানে। জানা যায় মৃত ব্যক্তির শেষ ক্রিয়া চলছিল এমন সময়েই মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠেন। ভয় এবং সংশয় একাকার হয়ে উপস্থিত সকলেই অবাক হয়ে যান স্বাভাবিক ভাবেই। মৃত ব্যক্তির এভাবে প্রাণ ফিরে আসা (Deceased Came Alive) নেহাত সহজ বিষয় নেই। প্রত্যক্ষদর্শীদের অনেকেই ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন।
জানা যাচ্ছে সকালে মৃত ব্যক্তির দেহ নিয়ে পরিবার পরিজনেরা ওই মৃত ব্যক্তির দেহ শ্মশানে নিয়ে আসেন। এরপর রীতি অনুযায়ী নিয়ম পালন করে চিতায় তোলা হয় মরদেহকে। এরপরই চলছিল মুখাগ্নি দেওয়ার প্রস্তুতি। সেই সময়ই মৃত দেহের নড়াচড়া শুরু হয়। মৃতদেহের (Deceased Came Alive) হাত পা নাড়া দেখে ভয়ে সরে যায় শ্মশান যাত্রীরা। সেই সময়ই মৃত ব্যক্তি চিৎকার করে আগুন না দিতে অনুরোধ করেন এবং বলেন তিনি বেঁচে আছেন এবং তাকে বাড়ি নিয়ে যাওয়া হোক। এরপরই মৃতের পরিজনেরা তাকে চিতা থেকে নামিয়ে নিয়ে আসেন।
আরো পড়ুন: পশ্চিমবঙ্গে ২ কোটি টাকার ট্যাব দুর্নীতি কড়া পদক্ষেপ মুখ্যসচিবের
জানা যায় আগের দিন হাতে পায়ে ঝিনঝিন করার জন্য অসুস্থ বোধ করায় পরিবারের লোকজন এক ওঝা ডেকে আনেন। সেই ওঝা মৃত ব্যক্তিকে ভুইসাপ্পাতে আক্রান্ত বলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় ওই ব্যক্তি জন্ডিসে আক্রান্ত। এরপর বিহারের প্রভাত তারা হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
আরও জানা গেছে ২২ বছর বয়সী মিঠু কুমার, হঠাৎ ৫ই নভেম্ভর শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথমটায় ঝাড়ফুঁক করলেও পরে হাসপাতালে আনেন তার পরিবারের লোক। চিকিৎসার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় SKMCH হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ধরা পড়ে জন্ডিস। এর পরে অন্য আরও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই মিঠু কুমারকে। সেখানেই চিকিৎসারত অবস্থায় তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর শ্মশানের দাহ পর্ব শুরুর আগে পুনরায় জীবিত (Deceased Came Alive) হয়ে ওঠেন ও ব্যক্তি।